ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ফুটবল

ক্রেসপোর চোখে পগবার চেয়েও দামি হিগুয়েইন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৬
ক্রেসপোর চোখে পগবার চেয়েও দামি হিগুয়েইন গঞ্জালো হিগুয়েইন ও পল পগবা/ছবি: সংগৃহীত

ঢাকা: এবারের দলবদলের বাজারে রেকর্ড গড়ে ক্লাব বদল করেন গঞ্জালো হিগুয়েইন ও পল পগবা। বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়ের আসনে বসেন ফ্রেঞ্চ মিডফিল্ডার।

কিন্তু পগবার চেয়ে হিগুয়েইনের ট্রান্সফার ফি’কে বেশি যৌক্তিক মনে করছেন সাবেক আর্জেন্টাইন স্ট্রাইকার হার্নান ক্রেসপো।

পগবাকে রেকর্ড মূল্যে (১১০ মিলিয়ন ইউরো) ম্যানইউর কাছে ফিরিয়ে দেয়ার আগে নাপোলি থেকে ইতিহাসের চতুর্থ সর্বোচ্চ ট্রান্সফার ফি’তে হিগুয়েইনকে (৯০) দলে ভেড়ায় ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাস।

আর্জেন্টাইন দৈনিক ‘লা ন্যাসিওন’কে দেওয়া সাক্ষাৎকারে ক্রেসপো বলেন, ‘কেউই আপনাকে বিনামূল্যে কিছু দেবে না, বিশেষ করে ফুটবলে তো নয়-ই। জুভেন্টাস যদি নাপোলি থেকে হিগুয়েইন পেতে অনেক বেশি খরচ করে, এটার মানে দাঁড়ায় সে এই অর্থের যোগ্য খেলোয়াড়। ’

‘আমার মতে, এক মৌসুমে ৩৬টি গোল করা স্ট্রাইকারের জন্য ৯০ মিলিয়ন ইউরো ব্যয় করা যৌক্তিক। এটি পগবার জন্য ম্যানইউর ১১০ মিলিয়ন ইউরোর চেয়েও অনেক বেশি অর্থবহ। আমি ফ্রেঞ্চ খেলোয়াড়ের প্রতি সম্পূর্ণ সম্মান রেখেই এসব বলছি, যে একজন সেরা মিডফিল্ডার। ’-যোগ করেন ক্রেসপো।

বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।