ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ফুটবল

জাতীয় দলের জয়ের প্রেরণা কৃষ্ণারা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৬
জাতীয় দলের জয়ের প্রেরণা কৃষ্ণারা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে প্রথমবারের মতো মূলপর্বে উঠে গেছে বাংলাদেশের কিশোরীরা। আর তাদের কাছ থেকেই এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের প্লে অফ-২’র ভুটানের বিপক্ষে প্রথম লেগের ম্যাচে জয়ের প্রেরণা খুঁজছেন বাংলাদেশ জাতীয় দলের নতুন অধিনায়ক আশরাফুল ইসলাম রানা।

সোমবার (৫ সেপ্টেম্বর) ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এমনটিই জানালেন বাংলাদেশ ফুটবলে নতুন নিয়োগ পাওয়া এই অধিনায়ক।

এসময় তিনি আরও বলেন, আমাদের মেয়েরা জিতেছে বলে খুবই ভালো লাগছে। এটা আমাদের জন্য আলাদা উদ্দীপনার কারণ হিসেবে কাজ করবে। খুদে মেয়েরা পাঁচ ম্যাচের পাঁচটিতেই জিতেছে। আমরা চাইবো মেয়েদের এই জয় থেকে প্রেরণা নিয়ে ভালো কিছু করতে।

ভুটানের বিপক্ষে ম্যাচে ২৩ সদস্যের বাংলাদেশ স্কোয়াডে জায়গা হয়নি অধিনায়ক মামুনুল ইসলামের। রাগে, ক্ষোভে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন এই দেশ সেরা মিডফিল্ডার। তার জায়গায় অধিনায়ক হিসেবে নিয়োগ পেয়েছেন গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা।

এদিন সংবাদ সম্মেলনে তাই রানার কাছে জানতে চাওয়া হয়, বাংলাদেশের অধিনায়ক হিসেবে তার প্রতিক্রিয়া। যেখানে তিনি বলেন, আসলে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব নিতে আমি প্রস্তুত ছিলাম না। অধিনায়ক হই বা প্লেয়ার হই সেটা বড় ব্যাপার না। আমাদের মূল লক্ষ্য এই ম্যাচে জয়। ফুটবলেকে বাঁচিয়ে রাখতে আমরা যে কোনো মূল্যে এই ম্যাচে জিততে চাই।

এদিকে ভুটানের বিপক্ষে বাংলাদেশের গুরুত্বপূর্ণ এই ম্যাচে দলে নেই ওয়ালী ফয়সাল, নাসির উদ্দিন, ইয়ামিন মুন্না, প্রাণতোষ কুমার, মামুনুল ইসলাম, আমিনুর রহমান সবুজ, রাসেল মাহমুদ লিটন, তৌহিদুল আলম তৌহিদ, জামাল ভুঁইয়া, মোনায়েম খান রাজু ও শহীদুল আলম শহীদের মতো সিনিয়র প্লেয়াররা।

ফলে এই ম্যাচে বাংলাদেশ আসলেই কতটা ভালো করতে পারবে সেটা নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে। কিন্তু অধিনায়ক কোনো শঙ্কা দেখছেন না। বরং তিনি মনে করছেন মাঠে নিজেদের সেরাটা দিতে পারলে জয় পাওয়া কঠিন হবে না।
তিনি যোগ করেন, ‘দল থেকে যারা বাদ পড়েছেন তাদের সম্পর্কে আমি কিছুই বলতে চাচ্ছি না। তবে আমাদের লক্ষ্য থাকবে নিজেদের শতভাগ দিয়ে ম্যাচটি জিতে নেয়া। ’

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, ৫ সেপ্টেম্বর ২০১৬
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।