ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ফুটবল

স্পেনের দুই হালি গোলের উৎসব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৬
স্পেনের দুই হালি গোলের উৎসব ছবি:সংগৃহীত

ঢাকা: দুর্বল লিখটেনস্টেইনকে পেয়ে রীতিমতো গোল উৎসব করলো স্পেন। বিপক্ষের জালে ৮টি গোল দেয় সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।

দলের হয়ে জোড়া গোল করেন দিয়েগো কস্তা, ডেভিড সিলভা ও আলভারো মোরাতা। আর একটি করে গোল দেন সার্জি রোবের্টো ও ভিতোলো।

সোমবার রাতে ঘরের মাঠ স্তাদিও মিউনিসিপাল রেইনো দি লিওনে ফিফা র্যাঙ্কিংয়ের ১৮২ নম্বর দলকে আতিথিয়েতা জানায় স্পেন। আর ‍বিশ্বকাপ বাছাইপর্বের এ ম্যাচে দুর্বল দলটিকে পেয়ে যেন ছেলে খেলাই করলো স্বাগতিকরা।

 

এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্ম হয়ে খেলতে থাকে স্পেন। তবে প্রথমার্ধে নয় দ্বিতীয়ার্ধেই জ্বলে ওঠে লা রোজারা। কারণ প্রথমার্ধে মাত্র একটি গোল আসে। জর্জ মেরোদিওর সহায়তায় গোলটি করেন কস্তা।

বিরতির পর ৫৫ মিনিটে রোবের্টো গোল করে দলের লিড দ্বিগুন করেন। তবে চার মিনিট পরেই ব্যবধান বাড়ান সিলভা। এর এক মিনিট পরেই ভিতোলো গোলের সংখ্যা এক হালিতে নিয়ে যান।

একের পর এক আক্রমণে ব্যস্ত স্পেন ৬৬ মিনিটে ৫-০তে লিড নেয়। এবারে নিজের জোড়া গোল পূর্ণ করেন কস্তা। পরে ৮২ ও ৮৩ মিনিটে দ্রুত দুটি গোল দিয়ে ম্যাচের ব্যবধান ৭-০ করেন রিয়াল মাদ্রিদ তারকা মোরাতা। আর ম্যাচের অতিরিক্ত সময়ে লিখটেনস্টেইনের জালে শেষ পেরেকটি ঠুকে দেন সিলভা।

ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হলে শেষ পর্যন্ত ৮-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে লোপেতেগুইর শিষ্যরা।

বাংলাদেশ সময়: ০৯৪২ ঘণ্টা, ০৬ সেপ্টেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।