ঢাকা: বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে দক্ষিণ আমেরিকা অঞ্চলের প্রায় সবগুলো দলই মাঠে নামতে যাচ্ছে। বুধবার (০৭ সেপ্টেম্বর) যেখানে মুখোমুখি লড়বে আর্জেন্টিনা-ভেনেজুয়েলা, ব্রাজিল-কলম্বিয়া, উরুগুয়ে-প্যারাগুয়ে, চিলি-বলিভিয়া এবং পেরু-ইকুয়েডর।
আর্জেন্টিনার হয়ে এ ম্যাচে ইনজুরির কারণে মাঠে নামতে পারবেন না লিওনেল মেসি। ইতোমধ্যে ক্লাব বার্সেলোনায় ফিরেও গেছেন তিনি। কিন্তু আগের ম্যাচে উরুগুয়ের বিপক্ষে পুরো ৯০ মিনিট খেলেছিলেন অবসর ভেঙে জাতীয় দলে ফিরে আসা এ তারকা। সে ম্যাচে তার একমাত্র গোলেই জয় পায় এদগার্দো বাউজার শিষ্যরা। একই সঙ্গে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে নামতে পারবেন না মেসির উত্তরসূরি ভাবা পাওলো দিবালা। গত ম্যাচে তিনি লাল কার্ড দেখেছেন।
স্তাদিও অলিম্পিকো মেট্টোপলিটানো দি মেরিডায় আলবেসেলিস্তাদের আতিথিয়েতা জানাবে ভেনেজুয়েলা। বাংলাদেশ সময় ভোর পাঁচটায় ম্যাচটি শুরু হবে। এর আগে দু’দলের শেষ পাঁচবারের দেখায় সবক’টিতে জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা।
এদিকে ফুরফুরে মেজাজে রয়েছে ব্রাজিল। ইতিহাসে প্রথমবারের মতো অলিম্পিকে স্বর্ণ জেতার পর ইকুয়েডরকে ৩-০ গোলে হারিয়েছে নেইমাররা। তবে অ্যারিনা অ্যামাজোনিয়া, মানাসে শক্তিশালী কলম্বিয়াকে আমন্ত্রণ জানাচ্ছে সেলেকাওরা। খেলাটি সকাল পৌনে সাতটায় অনুষ্ঠিত হবে। দু’দলের শেষ পাঁচ সাক্ষাতে দুটি ম্যাচ জিতে এগিয়ে রয়েছে ব্রাজিল। একটি জিতেছে কলম্বিয়া। বাকি দুটি ম্যাচ ড্র হয়।
অপর ম্যাচগুলোতে প্যারাগুয়েকে স্তাদিও সেন্টেনারিওতে আতিথিয়েতা দেবে উরুগুয়ে। ম্যাচটি শুরু হবে ভোর পাঁচটায়। শেষ পাঁচ সাক্ষাতে দু’বার জিতেছে উরুগুয়ে। বাকি তিন ম্যাচ ড্র। আর স্তাদিও মনুমেন্টাল ডেভিড অ্যারিলানোয় বলিভিয়াকে আমন্ত্রণ জানাবে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন চিলি। ম্যাচটি শুরু হবে সাড়ে পাঁচটায়। শেষ পাঁচবারের দেখায় সবকটি ম্যাচেই জয় পেয়েছে চিলি।
উরুগুয়েকে হারিয়ে সপ্তম রাউন্ড শেষে ১৪ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে আর্জেন্টিনা। সমান ম্যাচ শেষে উরুগুয়ে, কলম্বিয়া, ইকুয়েডরের অর্জন ১৩ পয়েন্ট। এদিকে, ব্রাজিল ও প্যারাগুয়ের পয়েন্ট ১২।
এই অঞ্চল থেকে শীর্ষ চারটি দল সরাসরি সুযোগ পাবে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে। পঞ্চম দলটিকে প্লে-অফ খেলে উঠতে হবে মূল পর্বে।
বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, ০৬ সেপ্টেম্বর, ২০১৬
এমএমএস