ঢাকা: একবার ভাবুন তো রিয়াল মাদ্রিদ ছেড়ে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনায় পাড়ি দিয়েছেন ক্রিস্টয়ানো রোনালদো! কেঁদে বুক ভাসাবেন রিয়াল সমর্থকরা। কেউ আবার দুয়োধ্বনিও দেবেন।
ফিগো এক রকম জোর দিয়েই বলছেন, তার জাতীয় দলের উত্তরসূরি সিআর সেভেনকে কিনতে পারে বার্সা।
ফিগো ক্লাব পর্যায়ে বার্সার পর রিয়ালে যোগ দেন। যেখানে ২০০০ সালে লস ব্লাঙ্কসদের বাই আউট ক্লজে রেকর্ড ৩৭.২ মিলিয়ান পাউন্ডের বিনিময়ে তাকে দলে ভেড়াতে হয়। আর তিনি মনে করেন এখনকার দিনের দল-বদল ঠিক আগের মতোই।
সম্প্রতি রোনালদো দ্বিতীয়বারের মতো ইউরোপের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন। আর জানা যায় চুক্তি অনুযায়ী পর্তুগিজ উইঙ্গারের বাই আউট ক্লজ ধরা হয়েছে ১.২৫ বিলিয়ন পাউন্ড। আর ফিগো বিশ্বাস করেন বার্সা এই পরিমাণ অর্থ দিয়ে রোনালদোকে দলে নিতে পারবে।
ফিগো বলেন, ‘আমরা এখন মুক্ত বাজারে বসবাস করছি। এখানে বাই আউট ক্লজ দেওয়া আছে। সুতরাং যে কোনো কিছু ঘটতে পারে। ’
ফিগোর বার্সা থেকে রিয়ালে যাওয়া প্রসঙ্গে জানতে চাওয়া হলে তিনি আরও বলেন, ‘প্রথম কারণ ছিল রিয়াল প্রেসিডেন্ট স্বয়ং আমাকে প্রস্তাব করেছিল। তাই আমি ব্যাপারটি গুরুত্ব সহকারে নেই। আর প্রস্তাবটি গ্রহণ করি। পরে অবশ্য আমি বার্সাকে জানাই। ’
১৯৯৫ থেকে ২০০০ পর্যন্ত কাতালানদের মাঝমাঠের কাণ্ডারি ছিলেন ফিগো। ১৭২ ম্যাচে ৩০টি গোল করেন তিনি। পরবর্তীতে ২০০০ থেকে ২০০৫ পর্যন্ত রিয়ালের সোনালী সময়ের সাক্ষী হন তিনি। খেলেন ১৬৪টি ম্যাচ, যেখানে গোলের দেখা পান ৩৮টি।
বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, ০৬ সেপ্টেম্বর, ২০১৬
এমএমএস