ঢাকা: সম্প্রতি বড় ছেলে থিয়াগো মেসির ফুটবলের প্রতি অনাগ্রহের কথা প্রকাশ করেন লিওনেল মেসি। বাবার পদচিহ্ন অনুসরণ করতে নাকি বড়ই অনীহা থিয়াগো মেসির! সে যাই হোক, তিন বছরের থিয়াগোর আগ্রহ জন্মানোর একটা ভালো সুযোগই দেখছেন আর্জেন্টাইন আইকন।
বাচ্চাদের ফুটবল নিয়ে একটা প্রজেক্টের কাজ করছে বার্সেলোনা। যেখানে তিন থেকে পাঁচ বছর বয়সী শিশুরা ট্রায়াল দিচ্ছে। এরই মধ্যে নাকি সেখানে যোগ দিয়েছে মেসিপুত্র থিয়াগো।
স্পেনের গণমাধ্যমের বরাত দিয়ে গোল ডট কম বলছে, বার্সার পাইলট প্রোগ্রামটির অন্যতম সদস্য হবে থিয়াগো। লা মেসিয়া (একাডেমি) ও প্রথম টিমে নেওয়ার লক্ষে এখান থেকে সম্ভাবনাময় ক্ষুদে ফুটবলারদের পরিণত করার দিকেই চোখ রাখছে কাতালান ক্লাবটি।
অদূর ভবিষ্যতে মেসি জুনিয়র বাবার মতো বিশ্বসেরা ফুটবলার হতে পারবে কিনা তা অনেক দূরের কথা। আপাতত তার ফুটবলের প্রতি আগ্রহী হয়ে ওঠাটাই গুরুত্বপূর্ণ মেসির কাছে। সবকিছু না হয় সময়ের হাতেই ছেড়ে দেওয়া যাক।
বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৬
এমআরএম
** মেসি জুনিয়রের ফুটবলই পছন্দ না