ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ফুটবল

বার্সার অনুশীলনে ফিরলেন মেসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৬
বার্সার অনুশীলনে ফিরলেন মেসি ছবি:সংগৃহীত

ঢাকা: লিওনেল মেসির অভাব ঠিকভাবে টের পেল আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে এদগার্দো বাউজার শিষ্যরা।

তবে ইনজুরিই মেসিকে এ ম্যাচে মাঠে নামতে দেয়নি। কিন্তু সুখবর হচ্ছে আগেই স্পেনে ফিরে যাওয়া এ তারকা ক্লাব বার্সেলোনার হয়ে অনুশীলনে নেমেছেন।

এর আগে অবসর ভেঙে জাতীয় দলের হয়ে আবারও মাঠে নামেন মেসি। আর তিনি যে দেশের হয়ে কতটা মূল্যবান তা বুঝিয়ে দিলেন সে ম্যাচেই। শক্তিশালী উরুগুয়ের বিপক্ষে ১-০ ব্যবধানে জয়ের ম্যাচে তার পা থেকে আসে কাঙ্ক্ষিত গোলটি।

অনুশীলনে ফিরবেন এটা আগেই জানিয়েছিলেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকা। এমনকি তিনি সুস্থ হয়ে উঠছেন বলেও জানান।

বুধবার বাকিদের সঙ্গে অনুশীলনের প্রথম অংশে ছিলেন মেসি। তবে তার জন্য বিশেষ কিছু ব্যায়াম ছিল। এ ব্যাপারে বার্সা অফিসিয়াল টুইটার পেজে বলা হয়, মেসি অনুশীলনে যোগ দিয়েছে। তবে তার রুটিনে ছিল বিশেষ কিছু।

এদিকে ইনজুরিতে থাকা অভিজ্ঞ মিডফিল্ডার ইনিয়েস্তা বার্সার পরের ম্যাচে ফেরার আশা করছেন। কাতালানরা লা লিগায় নিজেদের পরের ম্যাচে আলভেজের মুখোমুখি হবে।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, ০৭ সেপ্টেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।