ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

অবসরে যাচ্ছেন রোনালদিনহো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৬
অবসরে যাচ্ছেন রোনালদিনহো রোনালদিনহো-ছবি:সংগৃহীত

ঢাকা: সব ধরনের ফুটবল থেকে অবসরে যাচ্ছেন ব্রাজিল, বার্সেলোনা ও এসি মিলানের সাবেক তারকা রোনালদিনহো। এর আগে জাতীয় দল, ইউরোপ ও দক্ষিণ আমেরিকা অঞ্চলে ১৮ বছর ফুটবল খেলেছেন এ মিডফিল্ডার।

৩৬ বছর বয়সী রোনালদিনহো অল্প কয়েকজন ফুটবলারদের মধ্যে একজন যিনি উয়েফা চ্যাম্পিয়নস লিগ ও ল্যাটিন সেরা কোপা লিবার্টাডোরেস জিতেছেন। এছাড়া জাতীয় দল সেলেকাওদের হয়ে ২০০২ বিশ্বকাপের স্বাদ পেয়েছেন।

তবে নিজের ক্যারিয়ার আর দীর্ঘ করতে চাচ্ছেন না মাঝমাঠের এ তারকা। সর্বশেষ ২০১৪ সালে অ্যাতলেটিকো মিনেইরোর পরে আর কোনো ক্লাবে নিজেকে মানিয়ে তিনে পারেননি তিনি।

রোনালদিনহো জানান, ‘আমি এখন বুড়ো হয়ে গেছি, বর্তমানে আমার বয়স ৩৬। আমি এখন আর ২৬ বছর বয়সের মতো খেলতে পারি না। তাই ক্যারিয়ার শেষ করতে চাচ্ছি। আরও এক বছরের মধ্যেই হয়তো পরিকল্পনাটি বাস্তবায়ন হবে। ’

ফুটবল ছেড়ে দিলে কি করবেন রোনালদিনহো, এমন প্রশ্নে মিউজিক বিশ্বে আগ্রহের কথা জানান তিনি, ‘আমি নতুন একটি কাজের প্রতি আগ্রহী। সবাই আমার দুটি আকাঙ্ক্ষার কথা জানেন। হয়তো সুরের সঙ্গে এগিয়ে যাবো। ’

রোনালদিনহো ব্রাজিল জাতীয় দলের হয়ে ১৯৯৯ থেকে ২০১৩ পর্যন্ত ৯৭টি ম্যাচ খেলেছেন। যেখানে ৩৩টি গোলও করেছেন তিনি। এছাড়া বিশ্বের নামকরা কয়েকটি ক্লাবে ৭০০টিরও বেশি ম্যাচ খেলে করেছেন ২৫০টির বেশি গোল।

বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, ০৮ সেপ্টেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।