ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ফুটবল

‘শুধু রিয়াল সমর্থকরাই রোনালদোকে সেরা মানে’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৬
‘শুধু রিয়াল সমর্থকরাই রোনালদোকে সেরা মানে’ রোনালদো ও মেসি-ছবি:সংগৃহীত

ঢাকা: শুধুমাত্র রিয়াল মাদ্রিদ সমর্থকরাই লিওনেল মেসি থেকে ক্রিস্টিয়ানো রোনালদোকে সেরা মানে। এমনটি মনে করেন বার্সেলোনার সাবেক অধিনায়ক জাভি।

যদিও বর্তমান ফুটবল বিশ্বে এ দু’জনই প্রতিদ্বন্দ্বিতায় শীর্ষে রয়েছেন। শেষ আটবার বর্ষসেরার পুরস্কার তারাই ভাগ করে নিয়েছেন।

আর্জেন্টাইন অধিনায়ক মেসি বর্তমান ফিফা ব্যালন ডি’অরের পুরস্কার জয়ী। তবে আগামীবার এই ট্রফিটি সিআর সেভেনের হাতেই দেখছেন বিশেষজ্ঞরা। কারণ পর্তুগালের হয়ে ইউরো জয়ী এ অধিনায়ক সর্বশেষ উয়েফার সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন।

রোনালদোর ২০১৫-১৬ মৌসুমের দুর্দান্ত পারফরম্যান্সই তাকে এগিয়ে রেখেছে। যেখানে ক্লাব রিয়ালের হয়ে ১১তম চ্যাম্পিয়নস লিগও জেতেন তিনি। বর্তমানে আল সাদের হয়ে খেলা মিডফিল্ডার জাভি বিশ্বাস করেন মেসির সঙ্গে কারও তুলনা হয় না, ‘রোনালদো তার সময়ের সেরা ফুটবলার। তবে একই সময় ইতিহাসে আরও একজন রয়েছেন যিনি আরও ভালো। রোনালদোর দারুণ কিছু প্রতিভা রয়েছে। তবে মেসির সঙ্গে তুলনায় কখনোই সে এগিয়ে থাকবে না। ’

স্পেন জাতীয় দলের সাবেক এ তারকা আরও বলেন, ‘মেসি যতদিন চায় ততদিনই সেরা থাকবে। তবে রিয়াল সমর্থকরাই মনে করে মেসি থেকে রোনালদো সেরা। ’

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, ০৮ সেপ্টেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।