ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

খেলতে মুখিয়ে আছেন নেইমার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৬
খেলতে মুখিয়ে আছেন নেইমার নেইমার-ছবি:সংগৃহীত

ঢাকা: ব্রাজিলের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলে বেশ ক্লান্ত নেইমার। দীর্ঘ প্রায় দুই মাস ধরে সেলেকাওদের ক্যাম্পেইনে ছিলেন তিনি।

তবে ক্লাব বার্সেলোনার হয়ে মাঠে নামতে তর সইছে না তরুণ এ স্ট্রাইকারের। আগামী শনিবার রাতে আলাভেজের মুখোমুখি হবে কাতালানরা।

সেলেকাওদের হয়ে প্রথমবারের মতো অলিম্পিক স্বর্ণ জিতেছেন নেইমার। পরবর্তীতে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ইকুয়েডর ও কলম্বিয়ার বিপক্ষেও জয় পায় হলুদ জার্সিধারীরা। যেখানে দুটি ম্যাচেই একটি করে গোল করেন তিনি।

জাতীয় দলের দায়িত্ব শেষে স্পেনে ফিরেছেন ২৪ বছর বয়সী নেইমার। আর বার্সায় দলের সঙ্গে যোগ দিয়েই আলাভেজের বিপক্ষে খেলার ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি। নতুন মৌসুমে বার্সার হয়ে এখন পর্যন্ত কোনো ম্যাচ খেলেননি তিনি। ইউরো শেষে বার্সা কোচ লুইস এনরিক তাকে ছুটি বাড়িয়ে দেন।

নেইমার জানান, ‘ঘরে ফিরতে পেরে দারুণ লাগছে। আমি কি শনিবারের ম্যাচ খেলতে তৈরি? অবশ্যই। ’

তিনি আরও বলেন, ‘আমি এখন কিছুটা ক্লান্ত। আমার এখন বিশ্রাম নিতে হবে, পরে দলের সঙ্গে অনুশীলনে যোগ দেব। ’

বার্সা ২০১৬-১৭ মৌসুমে লা লিগায় এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলেছে। দুটি ম্যাচে নেইমার না থাকলেও জয় তুলে পূর্ণ পয়েন্ট অর্জন করেছে এনরিকের শিষ্যরা।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, ০৮ সেপ্টেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।