ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ফুটবল

নিজেকে মেসি-রোনালদো ভাবেন সানচেজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৬
নিজেকে মেসি-রোনালদো ভাবেন সানচেজ ছবি: সংগৃহীত

ঢাকা: গত আট বছর ধরে ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের খেতাব ব্যালন ডি’অর মেসি-রোনালদোর দখলে। এবারও তার ব্যতিক্রম হওয়ার লক্ষণ নেই! সে যাই হোক, এ দুই ফুটবল আইকনের চেয়ে কোনো অংশেই নিজেকে কম মনে করেন না চিলির হয়ে টানা দু’বারের কোপা ‍আমেরিকা জয়ী আলেক্সিস সানচেজ।

ফুটবলীয় দক্ষতায় লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর সমকক্ষ দাবি করছেন আর্সেনাল ফরোয়ার্ড সানচেজ। বার্সেলোনায় তিন মৌসুম আক্রমণভাগে মেসির সর্তীর্থ ছিলেন চিলিয়ান সেনসেশন। নিয়মিত প্রথম একাদশে সুযোগ পাওয়ার লক্ষ্যে ২০১৪-১৫ মৌসুমে পাড়ি জমান প্রিমিয়ার লিগে।

এমিরেটস স্টেডিয়ামে ইতোমধ্যেই সমর্থকদের মন জয় করে নিয়েছেন ২৭ বছর বয়সী সানচেজ। এখন পর্যন্ত ৬৮টি লিগ ম্যাচে প্রতিপক্ষের জালে বল জড়িয়েছেন ৩০ বার।

মেসি ও তার রিয়াল মাদ্রির প্রতিদ্বন্দ্বী রোনালদো গ্রহের দুই সেরা খেলোয়াড় হিসেবেই বিবেচিত। কিন্তু সানচেজের বিশ্বাস তাকেও এ দু’জনের লেভেলে বিবেচনা করা যেতে পারে, ‘আমি কারো কাছে নিজেকে তুচ্ছ মনে করি না। নিজের দক্ষতাকে মেসি ও রোনালদোর সঙ্গে তুলনা করছি। তাদের মতো আমিও একই সামর্থ্য রাখি। ’

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।