ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ফুটবল

উত্ত্যক্তকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করলেন বাদল

মহিবুর রহমান, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৬
উত্ত্যক্তকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করলেন বাদল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: এএফসি অনূর্ধ্ব-১৬ নারী ফুটবলারদের সঙ্গে যারা বাজে কথা বলে বিব্রত করেছে তাদের চিহ্নিত করে খুব শিগগিরই আইনের আওতায় আনার দাবী জানালেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি বাদল রায়।

তিনি জানান, ‘ওরা সাধারণ কেউ না, তারা বয়সভিত্তিক দলের খেলোয়াড়।

দেশকে এতো বড় সম্মান এনে দেওয়ার পরও বাংলাদেশের মানুষ কিভাবে তাদের কটাক্ষ করতে পারে ও বাজে কথা বলতে পারে এটাকে বড় করে দেখা উচিত। এটি শাস্তিযোগ্য অপরাধ। তাদের দ্রুতই বিচারের আওতায় আনা উচিত। বাংলাদেশ জাতীয় দলের ছেলেদের চেয়ে ওরা কোনো অংশে কম নাকি? কেন তাদের সাথে এমন আচরণ করবে? আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ফুটবল ফেডারেশনও ব্যবস্থা নেবে বলে আশা করছি। ’

এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপ বাছাইপর্বের খেলা শেষ করে বাংলাদেশকে এশিয়ার সেরা আটে উঠিয়ে গত ৬ সেপ্টেম্বর লোকাল বাসে চড়ে ঢাকা থেকে ময়মনসিংহের ধোবাউড়া যাচ্ছিলেন কলসিন্দুরের নয় ফুটবলার।

পথে নাজমা নামের এক খেলোয়াড় বাস থেকে নামেন কারণ তার মামা রাস্তায় অপেক্ষা করছিলেন কিছু একটা দিতে। সেখানে নেমে তিনি বেশ কিছু সময় অতিবাহিত করলে বাসের যাত্রীদের একটি অংশ ক্ষুদ্ধ হয়ে উঠে এবং তাকে বাজে কথা বলে।

বড় সাফল্য এনে দেয়া বাংলাদেশের এই কিশোরিদের সঙ্গে এমন আচরণ গণমাধ্যমে চাউর হলে ফেসবুকসহ অন্যান্য সামাজিক মাধ্যমে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দায়িত্বশীলতা নিয়ে সমালোচনার ঝড় উঠে।
তবে গত ৭ সেপ্টেম্বর বিষয়টির ব্যাখ্যা দিতে গিয়ে বাফুফে জানিয়েছে, ঈদের ছুটিতে অনূর্ধ্ব-১৬ মেয়েদের বাড়ি যাবার জন্য বাফুফে এসি বাসের ব্যবস্থা করলেও মেয়েরা জানায় তারা তাতে স্বাচ্ছন্দ্য বোধ করবে না। এমনকি তাদের জন্য মাইক্রোবাসের ব্যবস্থা করলেও তারা লোকাল বাসে যেতে আগ্রহ দেখিয়েছে।
 
এ প্রসঙ্গে জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ কামরুন নাহার ডানা জানান, ‘এই মেয়েরা অসাধারণ খেলে তবেই দেশকে এমন মর্যাদার আসনে বসিয়েছে। যেহেতু ওরা সবাই টিনেজার তাই ওদের আনা-নেয়ার ব্যাপারে আরও যত্নবান হওয়া উচিত। আসলে আমাদের মূল্যবোধের অবক্ষয় হয়েছে। তা না হলে যে মেয়েগুলো দেশকে এমন বিরল সম্মান এনে দিয়েছে, তাদের সাথে এমন আচরণ কিভাবে এদেশের মানুষ করতে পারে?’
 
‘ওরা সাধারণ কেউ না, জাতীয় সম্পদ। ক্রিকেটারদের মতো ওদেরও এখন ভিআইপি মর্যাদা দেয়া উচিত। আগামীতে এই ধরনের ঘটনা যেন না ঘটে, বাফুফের সেদিকে মনোযোগ দেয়া উচিত। ’ যোগ করেন ডানা।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, ৮ সেপ্টেম্বর ২০১৬
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।