ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ফুটবল

দুই মাস পর মাঠে নামছেন রোনালদো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৬
দুই মাস পর মাঠে নামছেন রোনালদো ছবি: সংগৃহীত

ঢাকা: ক্রিস্টিয়ানো রোনালদোর ভক্তদের জন্য সুসংবাদ, প্রিয় তারকার খেলা দেখতে তাদের অপেক্ষার পালা শেষ হতে হচ্ছে। দীর্ঘ ইনজুরি কাটিয়ে ওসাসুনার বিপক্ষে রিয়াল মাদ্রিদের পরবর্তী ম্যাচেই মাঠে ফেরার কথা প্রকাশ করেছেন ‘সি আর সেভেন’।

ইউরোর ফাইনালে (১১ জুলাই) হাঁটুতে আঘাত পাওয়ার পর থেকেই প্রতিযোগিতামূলক ম্যাচের বাইরে ৩১ বছর বয়সী রোনালদো। মিস করেন ইউরোপিয়ান সুপার কাপ ও লা লিগায় মৌসুমের প্রথম দু’টি ম্যাচ। এ সপ্তাহেই রিয়ালের পূর্ণ ট্রেনিং সেশনে যোগ দেন পর্তুগিজ আইকন। প্রায় দু’মাস ধরে মাঠের বাইরে থাকা রোনালদোর খেলায় ফিরতে আর তর সইছে না।

পূর্ণ ফিটনেস নিয়েই মাঠে নামতে প্রস্তুত তিনবারের ব্যালন ডি’অর জয়ী। একটি প্রচারণামূলক ইভেন্টে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেটিই নিশ্চিত করেন রোনালদো, ‘হ্যাঁ, আমি খেলবো (ওসাসুনার বিপক্ষে)। ’

শনিবার (১০ সেপ্টেম্বর) টানা তৃতীয় জয়ের লক্ষ্যে ওসাসুনার ‍মুখোমুখি হবে গ্যালাকটিকোরা। সান্তিয়াগো বার্নাব্যুতে বাংলাদেশ সময় রাত ৮টায় খেলা শুরু হবে। আগের দুই ম্যাচে রিয়াল সোসিয়েদাদ ও সেল্টা ভিগোকে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে জিনেদিন জিদানের শিষ্যরা।

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।