ঢাকা: সবশেষ ২০০২ আসরে রোনালদিনহোদের হাত ধরে ফুটবল শ্রেষ্ঠত্বের ট্রফি ঘরে তোলে ব্রাজিল। এক যুগ পর ঘরের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির কাছে লজ্জাজনক হারে বড় এক ধাক্কা খায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে টপকে দুইয়ে উঠে এসেছে ব্রাজিল। ইনজুরির কারণে ঘরের মাটিতে রিও অলিম্পিক মিস করা ২৫ বছর বয়সী ডগলাস কস্তার বিশ্বাস, রাশিয়ায় বিশ্বকাপ জিতবে তার দেশ।
বায়ার্ন মিউনিখ উইঙ্গার কস্তার চোখে, নতুন কোচ তিতের অধীনে ২০১৮ বিশ্বকাপে চূড়ান্ত সাফল্যের লক্ষ্যে যোগ্য দল হিসেবেই এগোচ্ছে ব্রাজিল দল, ‘ব্রাজিলের হয়ে (২০১৮) আমি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হবো। এর জন্য যা দরকার টিমে তার সবই আছে। এখানে নেইমার ও ফিলিপ্পে কুতিনহোর মতো বড় মাপের খেলোয়াড় রয়েছে। নতুন কোচও খুবই ভালো। আমরা যদি দল হিসেবে নিজেদের খুঁজে পায়, ফেভারিটদের মধ্যে আমরাও থাকবো। ’
এদিকে, ইনজুরির কারণে ক্লাবের জার্সিতে এখনো নতুন মৌসুমে মাঠে নামা হয়নি কস্তার। বছরের শুরুতে সাবেক শাখতার দোনেস্ক তারকার বায়ার্ন ছাড়ার একটা গুঞ্জন ওঠেছিল। কিন্তু অ্যালিয়াঞ্জ অ্যারেনায় বেশ সুখে আছেন বলেই দাবি তার, ‘বায়ার্ন ছাড়ার কোনো কারণই আমি দেখছি না। প্রথম মৌসুমটা আমার দারুণ কেটেছে, টাইটেল জয়ে অবদান রাখতে পেরেছি। এখানে শুরু থেকেই বেশ ভালো অনুভব করছি। ’
ফিটনেস সমস্যা কাটিয়ে স্বাগতিক শালকের বিপক্ষে ম্যাচ দিয়ে খেলায় ফিরতে পারেনে কস্তা। শনিবার (১০ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাত সাড়ে ১২টায় ম্যাচটি শুরু হবে।
বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৬
এমআরএম