ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ফুটবল

গোপালগঞ্জে শুরু জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৬
গোপালগঞ্জে শুরু জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জঃ গোপালগঞ্জে শুরু হয়েছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। বৃহস্পতিবার (০৮ সেপ্টেম্বর) বিকেলে শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে এ টুর্নামেন্ট শুরু হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের উদ্ধোধন করেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলি খান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এম বি সাইফ। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মানি, জেলা ক্রীড়া অফিসার এস এম ফিরোজুল আহসান।  

উদ্বোধনী ম্যাচে মুকসুদপুর উপজেলা দল ও কোটালীপাড়া উপজেলা দল ২-২ গোলে নির্ধারিত সময় শেষ করছে ম্যাচটি গড়ায় টাইব্রেকারে। তাতে ২-১ ব্যবধানে মুকসুদপুর উপজেলা দল জয়লাভ করে। খেলায় মোট ৮টি দল অংশ নেবে বলে টুর্নামেন্ট কমিটি সূত্রে জানা গেছে।

বাংলাদেশ সময়: ২০৩৩, সেপ্টেম্বর ০৮, ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।