ঢাকা: এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে পা রাখতে পারলে ম্যাচ সংখ্যা তো বাড়বেই, তা না হলেও আন্তর্জাতিক পর্যায়ে আরো ম্যাচ পাচ্ছে বাংলাদেশ ফুটবল দল। সেটি হলো এএফসি সলিডরিটি কাপ।
এশিয়ান ফুটবল কনফেডারেশনের ইভেন্টটিতে প্লে-অফের পরাজিত দল অংশ নেবে। এরই মধ্যে ড্র চূড়ান্ত করেছে এশিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। আগামী ২ নভেম্বর মালয়েশিয়ায় এই আসরটির পর্দা উঠবে।
বাছাইপর্ব নিশ্চিতই বাংলাদেশের প্রধান লক্ষ্য। পেরোতে হবে ভুটান বাধা। বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত প্লে-অফের প্রথম পর্বের ম্যাচটি গোলশূন্য ড্রয়ের মুখ দেখে। আগামী ১০ অক্টোবর থিম্পুতে ফিরতি লেগের ম্যাচ মাঠে গড়াবে।
এদিকে, বাংলাদেশের কাছে হেরে গেলেও এই টুর্নামেন্টে অংশ নেবে না বলে জানিয়ে দিয়েছে ভুটান। দলের সংখ্যা হবে আটটি। পক্ষান্তরে বাংলাদেশ হারলে সেটি দাঁড়াবে ৯ টিতে। সেক্ষেত্রে ‘এ’ গ্রুপে নেপাল, পাকিস্তান, ব্রুনাই, চাইনিজ তাইপে অথবা তিমুর লেসতের মুখোমুখি হবে টিম বাংলাদেশ। ‘বি’ গ্রুপে মালদ্বীপ বা লাওস শ্রীলঙ্কা, ম্যাকাও ও মঙ্গোলিয়ার সঙ্গী হবে।
বাংলাদেশ সময়: ০৯৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৬
এমআরএম