ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ফুটবল

ছেলেদের কারণে ফিফার উপর চটলেন জিদান!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৬
ছেলেদের কারণে ফিফার উপর চটলেন জিদান! ছবি: সংগৃহীত

ঢাকা: দলবদলের বাজার থেকে দুই ট্রান্সফার মৌসুমের জন্য নিষিদ্ধই থাকতে হচ্ছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও অ্যাতলেতিকো মাদ্রিদকে। আর তাতে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার উপর বেজায় চটেছেন রিয়ালের কোচ জিনেদিন জিদান।

ইংলিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানায়, নিষেধাজ্ঞা থাকায় রিয়াল কিশোর ফুটবলারদের কিনতে পারছে না। ৫১ জনের সেই তালিকায় ছিলেন জিদানের দুই ছেলে। জিদান জানান, ‘তারা রিয়ালে খেলতে পারবে না-আমি এটা মেনে নিতে পারছি না। এ শাস্তির কোনো মানে নেই। আমার ছেলেরা এখানেই জন্মেছে, এখন পর্যন্ত এখানেই তাদের জীবন পার করেছে। তারপরও তাদের রিয়ালে খেলতে বাধা দিচ্ছে ফিফা। ’

ফরাসি কিংবদন্তি জিদান আরও যোগ করেন, ‘আমি ফিফার এমন বিচারে খুবই হতাশ এবং বিরক্ত। আশা করি খুব দ্রুত এর সমাধান মিলবে। তবে, আমার বর্তমান স্কোয়াডে থাকা ফুটবলারদের নিয়েই আমি সন্তুষ্ট। আমার হাতে ২৪ ফুটবলার রয়েছে, যারা এই নিষেধাজ্ঞার আওতায় পড়ছে না। ’

১৮ বছরের কম বয়সী খেলোয়াড় কিনতে হলে স্প্যানিশ ক্লাবগুলোকে ফিফার ৫, ৯ এবং ১৯ নম্বর অনুচ্ছেদ মেনে চলতে হয়। যেখানে তিনটি শর্তে কোনো দল ১৮ বছরের কম বয়সী খেলোয়াড়কে কিনতে পারে। তবে, রিয়াল ও অ্যাতলেতিকো সেই অনুচ্ছেদ অমান্য করেছে বলে জানায় ফিফা। ফলে দলবদলে নিষিদ্ধ থাকতে হচ্ছে ক্লাব দুটিকে।

তবে, স্প্যানিশ জায়ান্ট রিয়াল আশা এখনো ছাড়েনি। ক্লাবটি তাদের অফিসিয়াল বিবৃতিতে জানায়, এমন সিদ্ধান্তে তারা হতাশ। দলের নিয়ম অনুযায়ী নিষেধাজ্ঞার বিরুদ্ধে তারা সর্বোচ্চ ক্রীড়া আদালত বা কোর্ট অব আরবিট্রাশন ফর স্পোর্টস (সিএএস) এ আবারো আপিল করবে।

অনূর্ধ্ব-১৮ বছর বয়সীদের দলে নিতে চাইলে ফিফার একটি বিশেষ কমিটির কাছ থেকে অনুমতি নিতে হয়। দলবদল সংক্রান্ত নিয়ম ভঙ্গ করায় আপাতত মাশুল গুনতে হচ্ছে এই দুই ক্লাবকে। ফিফার কাছে রিয়াল ও অ্যাতলেতিকো তাদের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করলেও তাতে সায় দেয়নি সংস্থাটি।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, ১০ সেপ্টেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।