ঢাকা: আর কয়েক ঘণ্টা পরেই ম্যানচেস্টার ডার্বিতে মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটি। মুখোমুখি হবেন হোসে মরিনহো ও পেপ গার্দিওলা।
শনিবার (১০ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় ম্যানইউর মাঠে আতিথ্য নেবে ম্যানসিটি। তিন ম্যাচে নিষেধাজ্ঞার কারণে হাইভোল্টেজ ডার্বি ম্যাচটিতে দলের সেরা স্ট্রাইকার সার্জিও আগুয়েরোকে পাচ্ছে না সিটিজেনরা।
লা লিগায় দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার কোচ থাকার সময় বহুবারই ‘এল ক্লাসিকো’তে মরিনহোর মুখোমুখি হয়েছিলেন গার্দিওলা। বার্সা (২০০৮-১২) থেকে বায়ার্ন মিউনিখ (২০১৩-১৬) হয়ে এখন তিনি ম্যানসিটির দায়িত্বে।
অন্যদিকে, তিন বছর আগে রিয়াল ছেড়ে (২০১০-১৩) দ্বিতীয় মেয়াদে চেলসিতে যোগ দেওয়ার পর গত বছরের শেষদিকে বাজে পারফরম্যান্সের কারণে মরিনহোর ওপর থেকে আস্থা হারায় ব্লুজরা। তবে ‘স্বঘোষিত স্পেশাল ওয়ান’কে ওল্ড ট্রাফোর্ডে নিয়ে আসে আরেক ইংলিশ জায়ান্ট ম্যানইউ।
চলতি মৌসুমে তিন ম্যাচ শেষে ম্যানইউ ও ম্যানসিটি দুই দলের কেউই এখনো হারের মুখ দেখেনি। পয়েন্ট টেবিলে গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে গার্দিওলার টিম। চেলসির পেছনে থেকে তিনে রেড ডেভিলসরা।
উল্লেখ্য, প্রিমিয়ার লিগে টানা চারটি ডার্বি ম্যাচ হারের পর শেষ তিন ম্যাচেই (দুই জয়, এক ড্র) অপরাজিত ম্যানইউ। গত মৌসুমে হোম ও অ্যাওয়ে দুই ম্যাচেই গোল করতে ব্যর্থ হয় সিটিজেনরা। ১৯৯৫ সালের অক্টোবরের পর তাদের টানা তিন ম্যাচে গোল খরার নজির নেই।
ঘরের মাঠে ম্যানসিটির বিপক্ষে শেষ পাঁচ ম্যাচের মধ্যে তিনটিতেই হারের লজ্জায় ডোবে ম্যানইউ (একটিতে জয় ও একটি ম্যাচ ড্র হয়)। যা বিগত ২৯টি ম্যাচের চেয়েও বেশি পরাজয়ের রেকর্ড (১৫ জয়, ১২ ড্র, ২ হার)।
বাংলাদেশ সময়: ১১৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৬
এমআরএম