ঢাকা: স্প্যানিশ ঘরোয়া লিগ লা লিগায় বার্সেলোনার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও অ্যাতলেটিকো মাদ্রিদ। পুরো মৌসুম জুড়ে তাদের সঙ্গেই পয়েন্ট নিয়ে মাথা ঘামাতে হয় কাতালানদের।
ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা রিয়াল ও অ্যাতলেটিকোর ওপর ২০১৮ সালের জানুয়ারি পর্যন্ত ফুটবলার কেনায় নিষেধাজ্ঞা দিয়েছে। ক্লাব দুটি ইতোমধ্যে নিষেধাজ্ঞার বিপরীতে ক্রীড়ার সর্বোচ্চ আদালতে আপিল করবে বলে জানায়।
এদিকে ২০১৪ সালে একই সমস্যায় ভুগতে হয়েছিল বার্সাকেও। কিন্তু সেবার চ্যাম্পিয়নের মুকুট পড়েছিল মেসি-নেইমাররাই। তাই নিষেধাজ্ঞা থাকলেও চ্যাম্পিয়নশিপ ঠেকানো যায় না এমনটা মনে করিয়ে দিয়ে এনরিক দুই মাদ্রিদের ক্লাবের প্রতি সহানুভূতি প্রকাশ করেন। ফিফার এমন বিচারকে বার্সা কোচ ‘হতাশাজনক’ বলে উল্লেখ করেন।
এনরিক জানান, ‘আমাদের বিপক্ষেও এমনটি হয়েছিল। তবে কোনো কিছুই আমাদের শিরোপা জয় থেকে দূরে রাখতে পারেনি। রিয়াল ও অ্যাতলেটিকো এখনও দুর্দান্ত দল। আসলে এটা মেনে নিতে হবে এবং কিভাবে মাঠের খেলায় আরও ভালো করা যায় সেদিকে মনোযোগ দিতে হবে। ’
শনিবার রাতে লা লিগায় নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নামবে বার্সা। যেখানে দলটির প্রতিপক্ষ নতুন ক্লাব আলাভেজ। তবে অ্যাতলেটিকো নিজেদের প্রথম ম্যাচে আলাভেজের বিপক্ষে ১-১ গোলে ড্র করায় এ ম্যাচ নিয়ে বেশ সতর্ক বার্সা কোচ এনরিক।
বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, ১০ সেপ্টেম্বর, ২০১৬
এমএমএস