ঢাকা: পিএসজি থেকে সর্বশেষ বেতন না পাওয়ার বিষয়টি প্রকাশ করে বিতর্কিত আলোচনার জন্ম দিয়েছেন জ্লাতান ইব্রাহিমোভিচ। কিন্তু এর জন্য নিজেদের দায়ী করতে নারাজ ফরাসি চ্যাম্পিয়নরা।
চার বছরের চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর গত মৌসুম শেষেই পিএসজি অধ্যায়ের ইতি টানেন ৩৪ বছর বয়সী ইব্রাহিমোভিচ। ফ্রি এজেন্টে এক বছরের চুক্তিতে যোগ দেন সাবেক কোচ (২০০৮-০৯, ইন্টার মিলান) হোসে মরিনহোর ম্যানচেস্টার ইউনাইটেডে।
পিএসজিতে সবচেয়ে বেশি কী মিস করেছেন? সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই এক প্রশ্নের মুখে পড়েন ইব্রাহিমোভিচ। প্রতিক্রিয়া, ‘আমার সর্বশেষ বেতন’। এখনো চূড়ান্ত বোনাস পাওয়ার অপেক্ষায় আছেন বলেও নিশ্চিত করেন সুইডিশ আইকন।
সে যাই হোক, ফ্রেঞ্চ দৈনিক ‘লে ফিগারো’তে দেওয়া বিবৃতিতে পিএসজি বলছে, ‘ক্লাব সব সময়ই তার অঙ্গীকারের প্রতি শ্রদ্ধাশীল। ৪৮ মাসের বেতন যথাসময়ে দেওয়া হয়েছে। চূড়ান্ত বোনাস পরিশোধের জন্য আমরা এখন একটি ডকুমেন্টের অপেক্ষায় আছি, যেটি চুক্তি অনুযায়ী খেলোয়াড় (ইব্রাহিমোভিচ) আমাদের প্রদান করতে বাধ্য। ’
বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৬
এমআরএম