ঢাকা: ঘরের মাঠে শেষ পর্যন্ত হার এড়াতে পারলো না ম্যানচেস্টার ইউনাইটেড। ডার্বি ম্যাচে নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির বিপক্ষে ২-১ গোলে হেরে তিন পয়েন্ট খোয়ালো রেড ডেভিলসরা।
শনিবার ঘরের মাঠ ওল্ড ট্রাফোডে সিটিজেনদের আতিথিয়েতা জানায় ম্যানইউ। তবে আক্রমণাত্বক খেলে ম্যাচের ১৫ মিনিটেই এগিয়ে যায় সফরকারীরা। কেলেচি এলহানাচোর অ্যাসিস্ট থেকে লিড নেন কেভিন ডি ব্রুইন।
৩৬ মিনিটে লিড দ্বিগুন হয় সিটির। এবার আগের গোলে সহায়তা করা এলহানাচোই গোল দেন। তবে ছয় মিনিট পরেই ব্যবধান কমান ম্যানইউ’র চলতি মৌসুমে সবচেয়ে আলোচিত তারকা জ্লাতান ইব্রাহিমোভিচ। বার্সা থেকে সিটিতে আসা গোলরক্ষক ক্লাউদিও ব্রাভোর ভুলে ভ্যলির মাধ্যমে গোলটি করেন ইব্রা। পরে ২-১ গোলেই বিরতিতে যায় দু’দল।
বিরতি থেকে ফিরে দু’দলই আক্রমণ পাল্টা আক্রমণে যায়। কিন্তু কঠিন চেষ্টা করে ম্যাচে ফিরতে চায় ওয়েন রুনিরা। কিন্তু শেষ পর্যন্ত আর কোন গোল না হলে ২-১ ব্যবধানের হার নিয়েই মাঠ ছাড়ে মরিনহোর শিষ্যরা।
বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, ১০ সেপ্টেম্বর, ২০১৬
এমএমএস