ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

জয় পেয়ে ডার্বিতে মুখোমুখি ম্যানইউ-সিটি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৬
জয় পেয়ে ডার্বিতে মুখোমুখি ম্যানইউ-সিটি ছবি:সংগৃহীত

ঢাকা: ইংলিশ ক্যাপিটাল ওয়ান কাপে নিজ নিজ ম্যাচে জয় তুলে নিয়েছে দুই নগর প্রতিদ্বন্দ্বী দল ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটি। আর জয়ের ফলে শেষ ষোলোতে ডার্বি ম্যাচে মুখোমুখি হচ্ছে তারা।

কিছুদিন আগেই প্রিমিয়ার লিগের ডার্বি ম্যাচে জয় পেয়েছিল সিটিজেনরা।

বুধবার রাতে নর্দাম্পটন টাউনের বিপক্ষে ৩-১ গোলে জয় পায় ম্যানইউ। অন্য ম্যাচে সোয়ানসি সিটিকে ২-১ গোলে হারায় ম্যানচেস্টার সিটি।

নর্দাম্পটনের মাঠ সিক্সফিল্ডস স্টেডিয়ামে আতিথিয়েতা নিতে যায় হোসে মরিনহোর শিষ্যরা। আর ম্যাচের মাইকেল ক্যারিক, আন্দ্রে হেরেরা ও মার্কাস রাশফোর্ডের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে। স্বাগতিকদের হয়ে শান্তনা সূচক গোলটি করেন অ্যালেক্স রেভেল।

অপর ম্যাচে লিবার্টি স্টেডিয়ামে পেপ গার্দিওলার শিষ্যদের আতিথিয়েতা জানায় সোয়ানসি। তবে অতিরিক্ত সময়ে তারা একটি গোল শোধ করলেও হার ঠেকাতে পারেনি। এর আগে ম্যাচে ৪৯ ও ৬৭ মিনিটে গায়েল চিলিচি ও অ্যালেক্স গার্সিয়া দলের হয়ে গোল করে জয় নিশ্চিত করেন।

আগামী ২৪ অক্টোবর চতুর্থ রাউন্ডের খেলায় মুখোমুখি হবে জয়ী দু’দল।

বাংলাদেশ সময়: ০৯৫৩ ঘণ্টা, ২২ সেপ্টেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।