ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

দুই আর্জেন্টাইনের গোলে জুভেন্টাসের জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৬
দুই আর্জেন্টাইনের গোলে জুভেন্টাসের জয় ছবি:সংগৃহীত

ঢাকা: ইতালিয়ান ঘরোয়া লিগ সিরিআতে দুই আর্জেন্টাইন তারকার গোলে বড় জয় পেল জুভেন্টাস।   গঞ্জালো হিগুয়েনের জোড়া ও পাওলো দিবালার একটি গোলে এমপোলিকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দিল ম্যাসিমিলিয়ানো অ্যালিগ্রির শিষ্যরা।

রোববার এমপোলির মাঠ স্তাদিও কার্লো ক্যাস্টেলানিতে আতিথিয়েতা নিতে যায় জুভেন্টাস। তবে খেলার প্রথমার্ধে কোনো গোলের দেখা পায়নি ইতালি চ্যাম্পিয়নসরা।

দ্বিতীয়র্ধের ৬৫ মিনিটে দলের হয়ে লিড নেন আর্জেন্টাইন তরুণ স্ট্রাইকার দিবালা। তবে পাঁচ মিনিটের মধ্যেই বড় জয় নিশ্চিত করবে দলটি তা হয়তো তারা নিজেরাও ভাবেনি। দুই মিনিট পরেই লিড দ্বিগুন করেন এই মৌসুমেই নাপোলি থেকে জুভাতে পাড়ি দেওয়া হিগুয়েন।

ম্যাচের ৭০ মিনিটে হিগুয়েন নিজের জোড়া গোল পূর্ণ করার পাশাপাশি এমপোলির কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন।

ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হলে শেষ পর্যন্ত ৩-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে অ্যালিগ্রির শিষ্যরা।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, ০২ অক্টোবর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।