ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ইনজুরি-জর্জর দল নিয়ে জিদানের কপালে ভাঁজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১২ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৬
ইনজুরি-জর্জর দল নিয়ে জিদানের কপালে ভাঁজ ছবি: সংগৃহীত

ঢাকা: নতুন মৌসুমে টানা পাঁচ ম্যাচ জিতে উড়তে থাকা রিয়াল মাদ্রিদের হঠাৎই যেন ছন্দপতন। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে শেষ চার ম্যাচেই ড্রয়ের হতাশায় ডোবে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা।

লা লিগায় তো ড্রয়ের হ্যাটট্রিকে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান হারিয়েছে গ্যালাকটিকোরা।

দলের এমন পারফরম্যান্সের জন্য ইনজুরি সমস্যাকেই দায়ী করতে পারেন কোচ জিনেদিন জিদান। তিন গুরুত্বপূর্ণ খেলোয়াড় মার্সেলো, লুকা মডরিচ ও ক্যাসেমিরো মাঠের বাইরে। সবশেষ ঘরের মাঠেই এইবারের বিপক্ষে (২ অক্টোবর) ১-১ গোলে ড্র হওয়া ম্যাচটিতে ইনজুরির কবলে পড়েন ফ্রেঞ্চ তারকা করিম বেনজেমা ও তার স্বদেশী সেন্টারব্যাক রাফায়েল ভারান। প্রথমার্ধের বেশি খেলতে পারেননি কেউই।

বলা যায়, ইনজুরি জর্জর দল জিদানের কপালে চিন্তার ভাঁজই ফেলে দিচ্ছে। ভারান-বেনজেমাকে নিয়ে তার ভাষ্য, ‘দু’জনই ছোটখাট আঘাত পেয়েছে। হাঁটুতে চোট পেয়েছে করিম (বেনজেমা)। স্ক্যান রিপোর্ট পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। ভারান ঊরুর সমস্যায় ভুগলেও সে দ্রুত ফিট হয়ে উঠবে বলেই আমরা আশা করছি। ’

আগামী শনিবার (১৫ অক্টোবর) নিজেদের পরবর্তী লিগ ম্যাচে স্বাগতিক রিয়াল বেটিসের মুখোমুখি হবে রিয়াল। খেলা শুরু বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ১টায়।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।