ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

ইংলিশ প্রিমিয়ার লিগ দলে নেই সিটি ফুটবলার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৬
ইংলিশ প্রিমিয়ার লিগ দলে নেই সিটি ফুটবলার ছবি:সংগৃহীত

ঢাকা: গোল ডট কমের নিয়মিত আয়োজন ইংলিশ প্রিমিয়ার লিগ ‘টিম অব দ্যা উইকে’ ম্যানচেস্টার সিটির কোনো ফুটবলারের জায়াগা হয়নি । তবে আর্সেনাল ও চেলসি থেকে সর্বোচ্চ দু’জন করে জায়াগা পেয়েছেন।

আর মূল স্ট্রাইকার হিসেবে আছেন এভারটনের রোমেলু লুকাকু।

মূল স্ট্রাইকারের পেছনে ফরম্যাশন অনুযায়ী তিন আক্রমণকারী স্ট্রাইকার হলেন মিডলবার্গের ক্রিস্টিয়ান স্টুয়ানি, ওয়েস্টহামের দিমিত্রি পায়েত ও চেলসির ব্রাজিলিয়ান তারকা উইলিয়ান।

মিডফিল্ডে দায়িত্ব পেয়েছেন আর্সেনালের স্যান্টি কাজোরলা ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিচেস্টার সিটির বিপক্ষে দারুণ খেলা দাউদাম্পটনের ওরিওল রোমেইউ।

ডিফেন্ডার হিসেবে চার ফুটবলারের মধ্যে রয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ডেলে ব্লাইন্ড, চেলসির ডেভিড লুইজ, আর্সেনালের লরেন্ট কোসচেলিনি ও ক্রিস্টাল প্যালেসের জোয়েল ওয়ার্ড। কিন্তু গোলরক্ষক হিসেবে জায়গা পেয়েছেন ম্যানইউকে ১-১ গোলে রুখে দেওয়া স্টোক সিটির লি গ্র্যান্ট।

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, ০৩ অক্টোবর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।