ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

মেসি-নেইমারকে ছাড়াই আর্জেন্টিনা-ব্রাজিল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৬
মেসি-নেইমারকে ছাড়াই আর্জেন্টিনা-ব্রাজিল ছবি:সংগৃহীত

ঢাকা: জাতীয় দলে তাদের অনুপস্থিতি সমর্থকরা চিন্তাই করতে পারেন না। যেখানে আর্জেন্টিনার প্রাণভোমরা লিওনেল মেসি আর ব্রাজিল ফুটবলের সেনসেশন নেইমারকে ছাড়াই বিশ্বকাপ বাছাইপর্বের ভিন্ন ম্যাচে মাঠে নামছে দক্ষিণ আমেরিকা অঞ্চলের সেরা দুই দল।

শেষ দুই ম্যাচে হোঁচট খাওয়া আর্জেন্টিনার এবারের প্রতিপক্ষ প্যারাগুয়ে। শক্তির বিচারে প্যারাগুয়ের থেকে বেশ এগিয়ে থাকলেও চোটে আক্রান্ত মেসিবিহীন আলবেসেলিস্তারা মনোবলে পিছিয়ে রয়েছে। আগের দুই ম্যাচে পেরু ও ভেনেজুয়েলার বিপক্ষে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে এদগার্দো বাউজার শিষ্যরা।

বুধবার (১২ অক্টোবর) বাংলাদেশ সময় ভোর সাড়ে পাঁচটায় মুখোমুখি হবে আর্জেন্টিনা-প্যারাগুয়ে। এ ম্যাচটি অবশ্য আর্জেন্টিনার মাঠ স্তাদিও মারিও আলবার্টো কেম্পেসে অনুষ্ঠিত হবে। তাই হয়তো বাড়তি সুবিধা পাবে স্বাগতিকরা।

এদিকে, মেসির চোটের পাশাপাশি শঙ্কায় রয়েছেন আরেক স্ট্রাইকার সার্জিও আগুয়েরো। অন্যদিকে নিষেধাজ্ঞার খরায় খেলতে পারবেন না রক্ষণভাগের তারকা নিকোলাস ওটামেন্ডি, পাবলো জাবালেতা ও ফিউনেস মোরি।  

প্যারাগুয়ে নিজেদের শেষ পাঁচ ম্যাচের চারটিতেই হেরেছে। জয় পেয়েছে একটিতে। অন্যদিকে আর্জেন্টিনা দুই জয় ও সমান ড্রয়ের পাশাপাশি হেরেছে একটিতে। দু’দলের শেষ পাঁচবারের দেখায় অবশ্য দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরাই এগিয়ে। তিন জয়ের বিপরীতে আর্জেন্টিনা ড্র করেছে দুটিতে।

অন্যদিকে স্তাদিও অলিম্পিকো মেট্রোপলিটন ডি মেরিয়েডে ব্রাজিলকে আতিথিয়েতা জানাবে ভেনেজুয়েলা। বুধবার (১২ অক্টোবর) বাংলাদেশ সময় ভোর সাড়ে ছয়টা ম্যাচটি শুরু হবে।

সেলেকাওদের হয়ে নিষেধাজ্ঞার কারণে এ ম্যাচে থাকছেন না দলের সেরা তারকা নেইমার। তাই কোচ তিতের শঙ্কা কাটছে না। কারণ এই ভেনেজুয়েলার বিপক্ষেই ক’দিন আগে হোঁচট খেতে হয়েছিল আর্জেন্টিনাকে।

বলিভিয়ার বিপক্ষে ব্রাজিলের শেষ ম্যাচে হলুদ কার্ড দেখেছিলেন নেইমার। ফলে টানা তিন ম্যাচে হলুদ কার্ড দেখায় এ ম্যাচে মাঠের বাইরে থাকতে হচ্ছে পেলে-রোনালদোদের উত্তরসূরিকে।

ব্রাজিল নিজেদের শেষ পাঁচ ম্যাচের চারটিতেই জিতেছে, হেরেছে একটিতে। অন্যদিকে ভেনেজুয়েলা পাঁচ ম্যাচের কোনোটিতে জয়ের দেখা পায়নি। তিন হারের বিপরীতে ড্র করেছে দুটিতে। দু’দলের সর্বশেষ পাঁচ সাক্ষাতে ব্রাজিল তিন জয়ের বিপরীতে ড্র করেছে দুটিতে।

বিশ্বকাপ বাছাইপর্বে এখন পর্যন্ত দারুণ খেলে শীর্ষে রয়েছে উরুগুয়ে। দ্বিতীয় অবস্থান দখল করেছে ব্রাজিল। তবে শেষ দুই ম্যাচ ড্র করায় পাঁচে রয়েছে আর্জেন্টিনা। যেখানে প্যারাগুয়ে ও ভেনেজুয়েলার অবস্থান যথাক্রমে ছয় ও দশ।

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, ১১ অক্টোবর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।