মেহেরপুরঃ বুধবার (২৬ অক্টোবর) বিকেলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গাংনীর সাহারবাটি ক্রীড়া সমিতির উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন।
ফুটবল টুর্নামেন্টের আয়োজক কমিটির সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গাংনী থানার ওসি আনোয়ার হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান একেএম শফিকুল আলম, মেহেরপুর সরকারী কলেজের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন, মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির গাংনী সাব অফিসের ডিজিএম রমেন্দ্র চন্দ্র রাই, সাহারবাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম ফারুক।
প্রধান অতিথির বক্তব্যে এমপি মকবুল হোসেন বলেন, ‘এদেশের বড় বড় তারকা ফুটবলার, ক্রিকেটারসহ বিভিন্ন খেলোয়াড়দের জন্ম হয়েছে এই গ্রামে। তাই খেলাধুলা আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় পর্যায়ের তারকা খেলোয়াড় তৈরী করতে হবে। খেলাধুলা মানুষের মানসিক ও শারীরিক বৃদ্ধি ঘটায়। তাই বেশী বেশী করে খেলাধুলার আয়োজন করতে হবে। ’
এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, সাহারবাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল গনি, গাংনী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক শফি কামাল পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক মজিরুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বারিকুল ইসলাম লিজন, সমাজ সেবক আক্কাছ আলী, সাবেক ফুটবলার ও সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম, তামজিদুর রহমান মুক্তি, সাহারবাটি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অতুল বিশ্বাস প্রমুখ।
ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী দিনে গাংনী প্রগতি ক্লাব ফুটবল একাদশকে ৩-০ গোলে ধলা ফুটবল একাদশ পরাজিত করে। টুর্নামেন্টে এলাকার ১৬ টি দল অংশ গ্রহণ করবে বলে জানিয়েছেন সাহারবাটি ক্রীড়া সমিতির সাধারণ সম্পাদক মহাইমেনুল হক মিঠুন।
বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, ২৬ অক্টোবর, ২০১৬
এমএমএস