ঢাকা, বুধবার, ১৯ আষাঢ় ১৪৩১, ০৩ জুলাই ২০২৪, ২৫ জিলহজ ১৪৪৫

ফুটবল

ডি মারিয়ার পেছনে ছুটছে ইন্টার মিলান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৩ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৬
ডি মারিয়ার পেছনে ছুটছে ইন্টার মিলান ছবি: সংগৃহীত

জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে পিএসজি থেকে অ্যাঙ্গেল ডি মারিয়াকে দলে ভেড়ানোর প্রস্তুতি নিচ্ছে ইন্টার মিলান। অবশ্য ইতালিয়ান জায়ান্টদের প্রথম পছন্দ রিয়াল মাদ্রিদের জেমস রদ্রিগেজ। কিন্তু অতীতে একবার সিরি আ’তে যোগ দেওয়ার সম্ভাবনা উড়িয়ে দিয়েছিলেন কলম্বিয়ান তারকা।

ঢাকা: জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে পিএসজি থেকে অ্যাঙ্গেল ডি মারিয়াকে দলে ভেড়ানোর প্রস্তুতি নিচ্ছে ইন্টার মিলান। অবশ্য ইতালিয়ান জায়ান্টদের প্রথম পছন্দ রিয়াল মাদ্রিদের জেমস রদ্রিগেজ।

কিন্তু অতীতে একবার সিরি আ’তে যোগ দেওয়ার সম্ভাবনা উড়িয়ে দিয়েছিলেন কলম্বিয়ান তারকা।

ব্রিটিশ দৈনিক ‘ডেইলি মিরর’র বরাত দিয়ে গোল ডট কম বলছে, রদ্রিগেজকে দলে টানতে ইন্টার ব্যর্থ হতে পারে। রিয়ালে জিনেদিন জিদানের অধীনে শুরুর একদশে সুযোগ কম পেলেও ইতোপূর্বে ইন্টারের প্রস্তাত নাকচ করে দেন তিনি।

সূত্রমতে, রদ্রিগেজ যদিও আবারো ইতালিতে পাড়ি জমাতে অনীহা দেখালে ইন্টারের চোখ থাকবে ডি ‍মারিয়ার দিকে। যেখানে ‍তাদের ট্রান্সফার বাজেট ৫০ মিলিয়ন পাউন্ড।

এদিকে, ডি মারিয়ার ইংল্যান্ডের ফেরারও গুঞ্জন উঠছে। প্যারিসে নাকি সময়টা ভালো যাচ্ছে না তার। আর্জেন্টাইন মিডফিল্ডারকে পেতে বরাবরই আগ্রহী চেলসি কোচ অ্যান্তোনিও কন্তে। সব মিলিয়ে আগামী দলবদলের বাজারে (ট্রান্সফার উইন্ডো) বড় চমকই অপেক্ষা করছে!

বলা বাহুল্য, প্রিমিয়ার লিগে ২৮ বছর বয়সী ডি মারিয়ার অভিজ্ঞতা সুখকর ছিল না। রিয়াল মাদ্রিদ অধ্যায়ের (২০১০-১৪) ইতি টেনে ২০১৪ সালে সে সময়ের ব্রিটিশ ট্রান্সফার ফি’র রেকর্ড গড়ে পাড়ি জমিয়েছিলেন ওল্ড ট্রাফোর্ডে। কিন্তু মাত্র এক মৌসুম খেলেই ম্যানইউ ছেড়ে নাম লেখান পিএসজিতে।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।