ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

মেসি থাকলে বার্সাকে হারানো সম্ভব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫১ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৬
মেসি থাকলে বার্সাকে হারানো সম্ভব ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বার্সেলোনাকে হারানো সেল্টিকের জন্য কোনো ব্যাপারই ছিল না, এমনটি বিশ্বাস করেন স্কটিশ ক্লাবটির কোচ ব্রেন্ডন রজার্স। লিভারপুলের সাবেক কোচ আর সেল্টিকের বর্তমান কোচ রজার্স অবশ্য বার্সাকে হারাতে নিজের দলে খোদ মেসিকেই রাখতে চেয়েছেন।

ঢাকা: চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বার্সেলোনাকে হারানো সেল্টিকের জন্য কোনো ব্যাপারই ছিল না, এমনটি বিশ্বাস করেন স্কটিশ ক্লাবটির কোচ ব্রেন্ডন রজার্স। লিভারপুলের সাবেক কোচ আর সেল্টিকের বর্তমান কোচ রজার্স অবশ্য বার্সাকে হারাতে নিজের দলে খোদ মেসিকেই রাখতে চেয়েছেন।

সেল্টিকের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে নেমে বার্সার জার্সিতে আন্তর্জাতিক প্রতিযোগিতায় ১০০ গোলের অনন্য মাইলফলক ছুঁয়েছেন মেসি। চ্যাম্পিয়নস লিগে সেল্টিকের বিপক্ষে জোড়া গোল করে নিজেকে নতুন উচ্চতায় নিয়ে যান আর্জেন্টাইন এই আইকন। সেল্টিকের মাঠে প্রথমার্ধে নেইমারের পাসে দুর্দান্ত ভলিতে বার্সাকে লিড এনে দেন মেসি।

দ্বিতীয়ার্ধের ১০ মিনিট পর পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান মেসি। তাতেই ব্যক্তিগত অর্জনের খাতায় আরেকটি কীর্তি যোগ করেন বিশ্ব ফুটবলের এ ক্ষুদে জাদুকর। মেসি নৈপুণ্যে ২-০ ব্যবধানের জয়ে নকআউট পর্ব নিশ্চিত করে কাতালানরা। এর আগে ন্যু ক্যাম্পে গ্রুপ পর্বের প্রথম দেখায় মেসির হ্যাটট্রিকে স্কটিশ ক্লাবটিকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছিল স্প্যানিশ জায়ান্টরা।

তবে, গত সপ্তাহে লা লিগার সবশেষ ম্যাচে মালাগার বিপক্ষে জয়হীন ছিল বার্সা। সে ম্যাচে নিজেদের মাঠেও জিততে পারেনি মেসিহীন বার্সা।

সেল্টিকের কোচ রজার্স জানান, ‘আমাদের জেতার সুযোগ ছিল, যেহেতু আমরা নিজেদের মাঠে খেলেছি। বার্সা গত সপ্তাহে নিজেদের মাঠে লিগের ম্যাচে জিততে পারেনি। একমাত্র মেসি না থাকায় স্বাগতিক হয়েও ম্যাচের সুবিধা আদায় করে নিতে পারেনি তারা। মেসিই পার্থক্য গড়ে দেয়। সে বিশ্বসেরা ফুটবলার। তাই এটা মানতেই হবে, সে আপনার দলে থাকলে অবশ্যই আপনি ফেভারিট। ’

লিভারপুলের সাবেক এই কোচ আরও জানান, ‘মেসি যখন আপনার দলে খেলবে তখন মাঠের অন্যরা (সতীর্থ আর প্রতিপক্ষ) তাকে ঘিরেই পরিকল্পনা করবে। সে অসাধারণ ফুটবলার আর গোলের জন্য সব সময় ক্ষুধার্ত থাকে। তার প্রথম গোলটি ছিল এক কথায় দুর্দান্ত ফিনিশিংয়ের উদাহরণ। আমার ছাত্রদের এটা দেখে শিক্ষা নেওয়া উচিৎ যে মেসিকে সামান্যতম ফাঁক দেওয়া বোকামি। আর মেসি আমার দলে খেললে আমরা এই বার্সাকেই হারিয়ে দিতাম। ’

চ্যাম্পিয়নস লিগ, উয়েফা সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ মিলিয়ে একশ’ গোলের অভিজাত ক্লাবে নাম লেখান ২৯ বছর বয়সী মেসি। ৯২টিই আসে ইউরোপিয়ান ক্লাব শ্রেষ্ঠত্বের আসর চ্যাম্পিয়নস লিগে। ৯ গোল নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের চলতি মৌসুমে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা আর্জেন্টিনার এই তারকা ফরোয়ার্ড।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, ২৪ নভেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।