ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

রিয়ালের প্রতিপক্ষ স্পোর্টিং গিজন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৩ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৬
রিয়ালের প্রতিপক্ষ স্পোর্টিং গিজন ছবি: সংগৃহীত

স্প্যানিশ প্রিমিয়ার লিগে (লা লিগা) মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। জিনেদিন জিদানের শিষ্যদের প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল দল স্পোর্টিং গিজন। নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে নামবে ক্রিস্টিয়ানো রোনালদোর দলটি।

ঢাকা: স্প্যানিশ প্রিমিয়ার লিগে (লা লিগা) মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। জিনেদিন জিদানের শিষ্যদের প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল দল স্পোর্টিং গিজন।

নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে নামবে ক্রিস্টিয়ানো রোনালদোর দলটি।

বাংলাদেশ সময় রাত সোয়া নয়টায় মাঠের লড়াইয়ে থাকছে রিয়াল। তবে, এ ম্যাচে গোড়ালির চোটে ছিটকে পড়া গ্যারেথ বেলকে পাচ্ছে না রিয়াল। লিগের সবশেষ ১৩ ম্যাচে রোনালদো গোলের দেখা পেয়েছেন সাতটি। তবে, নিজেদের মাঠ সান্তিয়াগোতে গত চার ম্যাচে কোনো গোলের দেখা পাননি রোনালদো।

নিজেদের সবশেষ ৫ ম্যাচের চারটিতেই জিতেছে রিয়াল। একটি ম্যাচে ড্র করে জিদান শিষ্যরা। অপরদিকে, নিজেদের খেলা সবশেষ ৫ ম্যাচের কোনোটিতেই জেতা হয়নি স্পোর্টিং গিজনের। তিনটি ম্যাচে হারের পাশাপাশি দুটি ম্যাচে ড্র করেছে দলটি। মুখোমুখি ৫ দেখায় রিয়ালের জয়ের পাল্লা ভারী। তিনটি ম্যাচে জিতেছে রিয়াল, একটি করে ম্যাচ ড্র এবং পরাজয় মেনে নেয় সান্তিয়াগো বার্নাব্যুর দলটি। ২০১১ সালের এপ্রিলে সবশেষ রিয়ালের বিপক্ষে ১-০ গোলে জিতেছিল গিজন।

গিজনের বিপক্ষে লিগের ১৪ ম্যাচে মাত্র একবারই হেরেছিল রিয়াল। লিগের ২৪ ম্যাচে এখনও অপরাজিত রোনালদো-জিদানের দলটি। অপরদিকে, নিজেদের সবশেষ ৯ ম্যাচের কোনোটিতেই জিতেনি গিজন।

পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেই মাঠে নামবে রিয়াল। ১২ ম্যাচে সর্বোচ্চ ৩০ পয়েন্ট রোনালদো বাহিনীর। সমান ম্যাচে বার্সেলোনার সংগ্রহ ২৬ পয়েন্ট, অবস্থান দুইয়ে। ২৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে সেভিয়া আর ২২ পয়েন্ট নিয়ে চার নম্বরে ভিয়ারিয়াল।

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, ২৬ নভেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।