ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

তারকা শূন্য প্রিমিয়ার লিগ দল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০২ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৭
তারকা শূন্য প্রিমিয়ার লিগ দল

ইংলিশ প্রিমিয়ার লিগে শেষ হয়ে গেল আরও একটি সপ্তাহের খেলা। আর এই সপ্তাহ শেষে প্রত্যাশিত জয় পেয়েছে প্রায় সবকটি জায়ান্ট দলই। তবে হাইভোল্টেজ ম্যাচে লিভারপুলের বিপক্ষে হারতে হয়েছে ম্যানচেস্টার সিটিকে।

গত এক সপ্তাহে সবকটি দলের পারফরম্যান্স বিচারে ফুটবলের অনলাইন পোর্টাল গোল ডট কম একটি একাদশ সাজিয়েছে। এই একাদশে অবশ্য তারকার খুবই আকাল।

পারফরম্যান্সের ভিত্তিতেই সাজানো দলটিতে বড় তারকা হিসেবে আছেন ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার পল পগবা।  

এই দলে স্ট্রাইকার হিসেবে আছেন বার্নলির হয়ে হ্যাটট্রিক করা আন্দ্রে গ্যারি ও টটেনহাম হটস্পারের হ্যারি ক্যান। আর তাদের বলে যোগানদাতা হিসেবে রয়েছেন ডেলে আলী। মধ্যমাঠে পগবার সঙ্গে আছেন চেলসির উইলিয়ান ও আর্সেনালের অ্যালেক্স লোবি।  

ডিফেন্ডার হিসেবে রাখা হয়েছে লিচেস্টার সিটির অ্যারোন ক্রেসওয়েল, নাথান একে, চেলসির গ্যারি কাহিল ও ম্যানইউ’র অ্যান্তোনিও ভ্যালেন্সিয়া। গোলরক্ষকের ভূমিকায় রাখা হয়েছে মিডলসবার্গের ভিক্টর ভালদেসকে।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ০২ জানুয়ারি, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।