ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বার্সায় চুক্তি নবায়নে শান্ত মেসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৬ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭
বার্সায় চুক্তি নবায়নে শান্ত মেসি লিওনেল মেসি/ছবি: সংগৃহীত

বার্সেলোনার সঙ্গে লিওনেল মেসির নতুন চুক্তির আলোচনা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে! এখনো কোনো কিছুই চূড়ান্ত হয়নি। সে যাই হোক, মেসির নতুন চুক্তিতে সই করার ব্যাপারে কোনো সন্দেহ নেই লুইস সুয়ারেজের।

ন্যু ক্যাম্পে মেসির ভবিষ্যত ঘিরে প্রকাশিত গুজবের খবরে আর্জেন্টাইন আইকন মোটেও উদ্বিগ্ন নন বলে নিজের অভিমত তুলে ধরেন সুয়ারেজ। কিন্তু, পরবর্তী মৌসুম শেষেই বর্তমান চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে।

সম্প্রতি বার্সার প্রধান নির্বাহী অস্কার গ্রাউ ক্লাবের আর্থিক ব্যয়ের সীমাবদ্ধতার জানান দেন।

তবে বরাবরই মেসির চুক্তি নবায়ন ইস্যুতে ইতিবাচক ক্লাব প্রেসিডেন্ট জোসেফ মারিয়া বার্তোমেউ। সবশেষ লাস পালমাসকে ৫-০ গোলে হারানোর পর তিনি বলেছেন, এখানে (মেসির নতুন চুক্তি) কোনো অনিশ্চয়তা নেই। সুয়ারেজও আলোচনা এগিয়ে যাওয়ার ব্যাপারে শঙ্কিত নন। মিডিয়ার দ্বারা অতিরঞ্জিত ফলাও করে প্রকাশিত খবরে বিরক্ত উরুগুইয়ান ‘গোলমেশিন’।

এক সাক্ষাৎকারে সুয়ারেজ বলেন, ‘গল্পটা (মেসির চুক্তি নবায়ন নিয়ে গুজব) আপনাদের (মিডিয়া) সৃষ্টি। ক্লাব প্রেসিডেন্ট বলেছেন তিনি মেসির চুক্তি নবায়ন চান। আপনারা সবসময়ই সবকিছুতে ভুল বুঝছেন। এতোসব কথার পরও সে শান্ত, বার্সায় খেলা চালিয়ে যেতে চায় এবং ক্লাবও জানে কী করতে হবে। ’

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, ১৫ জানুয়ারি, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।