ন্যু ক্যাম্পে মেসির ভবিষ্যত ঘিরে প্রকাশিত গুজবের খবরে আর্জেন্টাইন আইকন মোটেও উদ্বিগ্ন নন বলে নিজের অভিমত তুলে ধরেন সুয়ারেজ। কিন্তু, পরবর্তী মৌসুম শেষেই বর্তমান চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে।
তবে বরাবরই মেসির চুক্তি নবায়ন ইস্যুতে ইতিবাচক ক্লাব প্রেসিডেন্ট জোসেফ মারিয়া বার্তোমেউ। সবশেষ লাস পালমাসকে ৫-০ গোলে হারানোর পর তিনি বলেছেন, এখানে (মেসির নতুন চুক্তি) কোনো অনিশ্চয়তা নেই। সুয়ারেজও আলোচনা এগিয়ে যাওয়ার ব্যাপারে শঙ্কিত নন। মিডিয়ার দ্বারা অতিরঞ্জিত ফলাও করে প্রকাশিত খবরে বিরক্ত উরুগুইয়ান ‘গোলমেশিন’।
এক সাক্ষাৎকারে সুয়ারেজ বলেন, ‘গল্পটা (মেসির চুক্তি নবায়ন নিয়ে গুজব) আপনাদের (মিডিয়া) সৃষ্টি। ক্লাব প্রেসিডেন্ট বলেছেন তিনি মেসির চুক্তি নবায়ন চান। আপনারা সবসময়ই সবকিছুতে ভুল বুঝছেন। এতোসব কথার পরও সে শান্ত, বার্সায় খেলা চালিয়ে যেতে চায় এবং ক্লাবও জানে কী করতে হবে। ’
বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, ১৫ জানুয়ারি, ২০১৭
এমআরএম