ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

ফিওরেন্তিনায় হারের শিকার জুভেন্টাস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৩ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
ফিওরেন্তিনায় হারের শিকার জুভেন্টাস ফিওরেন্তিনা মাঠে হারলো জুভেন্টাস/ছবি: সংগৃহীত

ইতালিয়ান লিগে ফিওরেন্তিনার মাঠে ২-১ গোলে হেরে গেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জুভেন্টাস। রোমার সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান কমে ১-এ নেমে এসেছে। অবশ্য এক ম্যাচ কম খেলেছে জুভিরা।

প্রথমার্ধের ৩৭ মিনিটে স্বাগতিকদের লিড এনে দেন ক্রোয়েশিয়ান ফরোয়ার্ড নিকোলা কালিনিক। এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় ভিজিটররা।

৫৪ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন নিকোলার স্বদেশী মিডফিল্ডার মিলান বাডেলজ।

এর চার মিনিট বাদেই জুভিদের ম্যাচে ফেরান আর্জেন্টাইন তারকা গঞ্জালো হিগুয়েইন। কিন্তু, শেষ পর্যন্ত সমতায় ফেরা হয়নি ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির শিষ্যদের। রেফারি শেষ বাঁশি ‍বাজানোর পর হতাশা সঙ্গী করে মাঠ ছাড়েন দিবালা-হিগুয়েইনরা।

পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা জুভেন্টাসের সংগ্রহ ১৯ ম্যাচে ৪৫। এক পয়েন্ট পিছিয়ে এক ম্যাচ বেশি খেলা রোমা। ৩০ পয়েন্ট নিয়ে আট নম্বরে ফিওরেন্তিনা। ২০ ম্যাচে ৪১ পয়েন্টে তৃতীয় স্থানে নাপোলি।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, ১৬ জানুয়ারি, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।