ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

চিন্তিত বার্সার রেকিটিক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৮ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৭
চিন্তিত বার্সার রেকিটিক ইভান রেকিটিক/ছবি: সংগৃহীত

স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার মিডফিল্ডার ইভান রেকিটিক নিজের পারফর্ম আর ক্লাবের নবায়নকৃত চুক্তি নিয়ে বেশ চিন্তিত। তবে, ক্রোয়েশিয়ান এই তারকা জানিয়েছেন, খুব শিগগিরই ইস্যু দুটির সমাধান বের হবে।

ক্যাম্প ন্যুতে রেকিটিকের চুক্তির মেয়াদ ২০১৯ সাল পর্যন্ত। তবে, চুক্তির মেয়াদ বাড়াতে চান নিজেকে হারিয়ে খুঁজতে থাকা রেকিটিক।

২৮ বছর বয়সী রেকিটিক জানান, ‘আমি বার্সাতেই খুশি। তবে, সাম্প্রতিক ফর্মে খুশি না। বার্সার হয়ে আরও কয়েক বছর খেলতে চাই। আশা করছি ক্লাব থেকে আমাকে শিগগিরই ভালো কিছু জানানো হবে। আমি চাই চুক্তি নবায়ন হোক। এটাও চাই নিজের পারফর্ম আরও ভালো করতে। ’

রেকিটিক আরও জানান, ‘আমি কিছুটা চিন্তিত। কারণ, আমি ক্যাম্প ন্যুতে খেলতে চাই। সব সময়ই চাই এখানে চুক্তির মেয়াদ বাড়াতে। ক্লাবের কোচের প্রতি আমার বিশ্বাস আছে। আমি তার (লুইস এনরিক) সঙ্গে আরও কাজ করতে চাই। নিজের সেরাটা বের করতে চাই। কিন্তু, বাজে চিন্তা থেকে নিজেকে খুঁজে পাচ্ছি না। ’

এদিকে, বার্সার কোচ এনরিক জানান, ‘রেকিটিক আমাদের দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তার নতুন চক্তির ব্যাপারে আমি কিছুই বলতে চাই না। আমার পক্ষ থেকে এটা নিয়ে কথা বলার কিছু নেই। দলের সম্পদ সে। দলের প্রয়োজনে তার থেকে অনেক কিছুই পাওয়ার আছে। ’

জাতীয় দলের হয়ে রেকিটির খেলেছেন ৮১ ম্যাচ, গোল করেছেন ১৩টি। এই মিডফিল্ডার বার্সার হয়েও খেলেছেন সমান ৮১টি ম্যাচ, গোল করেছেন ২০টি। এ মৌসুমে এনরিকের অধীনে রেকিটিক মাঠে নেমেছেন ২৪ ম্যাচে, যেখানে প্রতিপক্ষের জালে বল জড়ান তিনবার। ২০১৪-১৫ মৌসুমে কাতালানদের হয়ে খেলেছেন ৫১টি ম্যাচ। পরের মৌসুমে খেলেছেন আরও ৫৭টি ম্যাচ।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, ২০ জানুয়ারি ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।