ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

শাপেকোয়েন্সের জন্য প্রীতি ম্যাচে ব্রাজিলের জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৮ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
শাপেকোয়েন্সের জন্য প্রীতি ম্যাচে ব্রাজিলের জয় শাপেকোয়েন্সের জন্য প্রীতি ম্যাচে ব্রাজিলের জয়/ছবি: সংগৃহীত

মর্মান্তিক বিমান দুর্ঘটনায় শাপেকোয়েন্সে ফুটবল ক্লাবের নিহত খেলোয়াড়দের পরিবারের পাশে দাঁড়ানোর লক্ষ্যে প্রীতি ম্যাচে মুখোমুখি হয় ব্রাজিল ও কলম্বিয়া। ন্যূনতম ব্যবধানের (১-০) জয় নিয়ে মাঠ ছাড়ে সেলেকাওরা।

ক্লাবের ব্যস্ত সূচির কারণে নেইমারসহ দলের অন্যান্য তারকা খেলোয়াড়রা চ্যারিটি ম্যাচটিতে অংশ নেননি। অভিজ্ঞ রবিনহোকে একাদশে রাখেন কোচ তিতে।

রিও ডি জেনিরোর অলিম্পিক স্টেডিয়ামে প্রথমার্ধ থাকে গোলশূন্য। বিরতির পর দুই মিনিটের মাথায় স্বাগতিকদের লিড এনে দেন মিডফিল্ডার এদুয়ার্দো পেরেইরা রদ্রিগেজ। যিনি দুদু ‍নামে সুপরিচিত। এক গোলেই খেলার নিষ্পত্তি ঘটে।

...

প্রসঙ্গত, শোক কাটিয়ে কয়েকদিন আগে প্রথমবার মাঠে ফেরে শাপেকোয়েন্সে। ব্রাজিলিয়ান চ্যাম্পিয়ন পালমেইরাসের বিপক্ষে আবেগগণ প্রীতি ম্যাচটি ২-২ গোলে ড্র হয়।

গত ২৮ নভেম্বর কলম্বিয়ায় কোপা সুদামেরিকানার ফাইনালে খেলতে যাওয়ার পথে বিমান দুর্ঘটনায় ব্রাজিলের ক্লাব শাপেকোয়েন্সের অধিকাংশ ফুটবলার না ফেরার দেশে পাড়ি জমান। প্রাণ হারান দলের ১৯ খেলোয়াড়। সব মিলিয়ে ৭১ জন মারা যান। যা গোটা বিশ্বকে নাড়া দেয়।

বাংলাদেশ সময়: ০৮৪৮ ঘণ্টা, ২৬ জানুয়ারি, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।