কোপা দেল রে’র সেমিতে মেসিদের প্রতিপক্ষ অ্যাতলেতিকো আর রিয়াল মাদ্রিদকে বিদায় করা সেল্টাভিগোর মুখোমুখি হবে আলাভেজ।
আগামী ০১ ফেব্রুয়ারি অ্যাতলেতিকোর মাঠ ভিসেন্তে কালদেরনে আতিথ্য নেবে বর্তমান চ্যাম্পিয়ন বার্সা।
বার্সার মিডফিল্ডার সার্জি রবার্তো জানিয়েছেন, ‘আমরা সেমিতে আবারো অ্যাতলেতিকোর বিপক্ষে লড়বো। আমরা এই দলটিকে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছি। আশা করছি দুর্দান্ত একটি লড়াই জমবে। তারা প্রতিপক্ষ হিসেবে খুবই কঠিন। তাই বলা যায় দুটি কঠিন ম্যাচই অপেক্ষা করছে। ’
স্প্যানিশ কাপের কোয়ার্টার ফাইনালে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে জয় পেয়ে সেমিতে উঠে বার্সা। প্রথম লেগে ১-০ গোলের লিড থাকায় আর দ্বিতীয় লেগে সোসিয়েদাদকে ৫-২ গোলে উড়িয়ে দেওয়ার সুবাদে মেসি বাহিনী ৬-২ গোলের অ্যাগ্রিগেডে পরের রাউন্ড নিশ্চিত করে।
প্রসঙ্গত, সেল্টাভিগোর কাছে হেরে (৩-৪ অ্যাগ্রিগেট) কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছে কাতালানদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। তবে, এনরিক চান, এই সেল্টার বিপক্ষেই ফাইনালের শিরোপা জয়ে লড়তে।
বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, ২৭ জানুয়ারি ২০১৭
এমআরপি