সোমবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আসন্ন টুর্নামেন্টের ড্র আয়োজন করা হয়।
ড্র’তে ‘এ’ ও ‘বি’ দুটি গ্রুপ করা হয়েছে।
গ্রুপ ‘বি’তে রয়েছে আফগানিস্তানের শাহিন আসমায়ী, নেপালের মানাং মার্সিয়াংদি, ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব ও চট্টগ্রাম আবাহনী।
প্রত্যেক দল গ্রুপ পর্বে তিনটি করে ম্যাচ খেলবে। প্রত্যেক গ্রুপের সেরা দুই দল সেমি ফাইনালে যাবে।
প্রথম দিনের খেলা ঢাকা আবাহনী ও টিসি স্পোর্টসের মধ্যে অনুষ্ঠিত হবে। একই দিনের দ্বিতীয় খেলাটি অনুষ্ঠিত হবে আলগা এফসি ও পচেওন এফসির মধ্যে।
ড্র শেষে ঢাকা আবাহনীর টিম ম্যানেজার সত্যজিৎ দাস রুপু বাংলানিউজকে জানান, ‘এবার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই টিম যাবে। একাধিক বিদেশি খেলোয়াড় আমাদের স্কোয়াডে বিবেচনায় রাখা হয়েছে। ’
১৮ ফেব্রুয়ারি থেকে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে দ্বিতীয়বারের মতো এই টুর্নামেন্টের আসর বসছে। চলবে ২ মার্চ পর্যন্ত।
বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, ১৩ ফেব্রুয়ারি ২০১৭
জেএইচ/এমআরপি