ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ইব্রার হ্যাটট্রিকে শেষ ষোলোতে এক পা ইউনাইটেডের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৭
ইব্রার হ্যাটট্রিকে শেষ ষোলোতে এক পা ইউনাইটেডের ইব্রার হ্যাটট্রিকে শেষ ষোলোতে এক পা ইউনাইটেডের/ছবি: সংগৃহীত

বয়সটাকে বুড়ো আঙুল দেখিয়ে দুর্দান্ত পারফরম্যান্স অব্যাহত রাখছেন জ্লাতান ইব্রাহিমোভিচ! ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে প্রথম হ্যাটট্রিকটাও পেয়ে গেছেন। সুইডিশ আইকনের চোখ ধাঁধানো নৈপুণ্যে ফরাসি ক্লাব সেইন্ট এতিয়েনকে ৩-০ গোলে হারিয়ে ইউরোপা লিগের শেষ ষোলোতে এক পা দিয়ে রাখলো ইংলিশ জায়ান্টরা।

ওল্ড ট্রাফোর্ডে খেলা শুরুর ১৫ মিনিটে ম্যানইউকে লিড এনে দেন ইব্রাহিমোভিচ। এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় হোসে মরিনহোর শিষ্যরা।

৭৫ মিনিটের মা‍থায় ব্যবধান দ্বিগুন করে আবারো সতীর্থদের উদযাপনের মধ্যমনি বনে যান ৩৫ বছর বয়সী এ স্ট্রাইকার।

পুরো ম্যাচ জুড়েই ভিজিটরদের রক্ষণভাগ ব্যতিব্যস্ত করে রাখেন পগবা-ইব্রাহিমোভিচরা। নির্ধারিত সময়ের দুই মিনিট আগে পেনাল্টি থেকে হ্যাটট্রিক উল্লাসে মাতেন ইব্রা। রেফারি শেষ বাঁশি বাজানোর পর উড়ন্ত জয়ের উচ্ছ্বাস নিয়ে মাঠ ছাড়ে রেড ডেভিলসরা।

আগামী বুধবার (২২ ফেব্রুয়ারি) শেষ ৩২-এর ফিরতি পর্বের ম্যাচে সেইন্ট এতিয়েনের মাঠে নামবে ম্যানইউ। খেলা শুরু বাংলাদেশ সময় রাত ১১টায়।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, ১৭ ফেব্রুয়ারি, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।