ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ফার্গুসনের পাশে মরিনহো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৭
ফার্গুসনের পাশে মরিনহো হোসে মরিনহো ও স্যার অ্যালেক্স ফাগুসন/ছবি: সংগৃহীত

স্যার অ্যালেক্স ফাগুসনের কীর্তিতে নাম লিখিয়েছেন হোসে মরিনহো। ফার্গুসন যুগের পর এ প্রথম গোল হজম না করে টানা তিনটি ইউরোপিয়ান ম্যাচ পার করেছে রেড ডেভিলসরা। ইউরোপা লিগের নকআউট পর্বে ফরাসি ক্লাব সেইন্ট এতিয়েনকে ৩-০ গোলে হারিয়ে নিজেদের ডিফেন্সিভ মাইলফলক স্পর্শ করে ইংলিশ জায়ান্টরা।

ইউরোপিয়ান প্রতযোগিতায় ২০১০ সালের নভেম্বরের পর প্রথমবারের মতো টানা তিন ম্যাচে নিজেদের গোলবার সুরক্ষিত (ক্লিন শিট) রাখার নজির সৃষ্টি করে ইউনাইটেড। ম্যানইউর জার্সিতে নিজের প্রথম ও এতিয়েনের বিপক্ষে ক্যারিয়ারের তৃতীয় হ্যাটট্রিকে পুরো আলোটা নিজের করে দেন সুইডিশ আইকন জ্লাতান ইব্রাহিমোভিচ।

আগামী বুধবার (২২ ফেব্রুয়ারি) শেষ ৩২-এর ফিরতি পর্বের ম্যাচে সেইন্ট এতিয়েনের মাঠে নামবে মরিনহোর শিষ্যরা। খেলা শুরু বাংলাদেশ সময় রাত ১১টায়।

তার আগে রোববার (রাত সোয়া ১০টা) এফএ কাপের পঞ্চম রাউন্ডে ব্ল্যাকবার্ন রোভার্সের মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। পরের রোববার (২৬ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টা) ইংলিশ লিগ কাপের ফাইনাল। প্রতিপক্ষ সাউদাম্পটন।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, ১৭ ফেব্রুয়ারি, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।