ঢাকা, মঙ্গলবার, ০ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

কোয়ার্টারে চেলসি, সিটির হোঁচট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৭
কোয়ার্টারে চেলসি, সিটির হোঁচট ছবি:সংগৃহীত

ইংলিশ এফএ কাপে দুর্দান্ত জয় তুলে নিয়েছে চেলসি। ওলভারহ্যাম্পটনের বিপক্ষে ২-০ গোলের জয়ে আসরটির কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো অ্যান্তোনিও কোন্তের শিষ্যরা। তবে অপর ম্যাচে দুর্বল হাডেরসফিল্ডের বিপক্ষে গোলশূন্য ড্র করে হোঁচট খেয়েছে ম্যানচেস্টার সিটি।

রোববার রাতে ওলভারহ্যাম্পটনের মাঠে পঞ্চম রাউন্ডের ম্যাচে আতিথিয়েতা নিতে যায় চেলসি। আর মাঠে দাপট দেখিয়ে জয় তুলে নেয় ব্লুজরা।

দলের হয়ে একটি করে গোল করেন পেদ্রো ও দিয়েগো কস্তা। তবে এদিন প্রথমার্ধ কোনো গোলের দেখা পায়নি সফরকারীরা।

অপর ম্যাচে দ্যা জন স্মিথ স্টেডিয়ামে খেলতে যায় পেপ গার্দিওলার শিষ্যরা। তবে প্রতিপক্ষে জালে গোল করতে ব্যর্থ হন আগুয়েরোরা। ফলে নির্ধারিত সময় পর গোলশূন্য অবস্থায় মাঠ ছাড়ে দু’দল। আগামী ২৮ ফেব্রুয়ারি ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচটি আবারও অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, ১৯ ফেব্রুয়ারি, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।