ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

ব্রাজিলের ফুটবলে মজেছেন মেসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১২ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
ব্রাজিলের ফুটবলে মজেছেন মেসি ব্রাজিলের ফুটবলে মজেছেন মেসি-ছবি:সংগৃহীত

দুর্দান্ত গতিতে ছুটছে ব্রাজিল। দুঙ্গা পরবর্তী কোচ তিতের অধীনে শেষ আট ম্যাচে জয়ী সেলেকাওরা। যেন নিজেদেরই ছাপিয়ে যাচ্ছে দলটি। আর বর্তমান এই ব্রাজিল দলের পারফর্মে মুগ্ধ চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। এমনটি দাবি করেছেন মেসির ক্লাব সতীর্থ নেইমার।

শেষ ম্যাচে ব্রাজিল উরুগুয়ের মাঠে ৪-১ গোলে উড়িয়ে দেয় স্বাগতিকদের। আর এ জয়ের ফলে দক্ষিণ আমেরিকা অঞ্চলে বিশ্বকাপ বাছাইপর্বের পয়েন্ট তালিকায় ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে।

নেইমার জানান, ‘ শুধুমাত্র মেসিই নয়, আমাদের পারফর্মে মুগ্ধ সবাই। কারণ আমরা সত্যিকার অর্থে ভালো ফুটবল খেলছি। আমরা দলগতভাবে দারুণ করছি। ফলে সবার নজরই এখন আমাদের দিকে। ’

এদিকে বুধবার (২৯ মার্চ) সকালে প্যারাগুয়ের বিপক্ষে ঘরের মাঠ সাও পাওলোতে খেলবে ব্রাজিল। এ ম্যাচে আবারও জাতীয় দলের নেতৃত্বে আসছেন নেইমার। গত রিও অলিম্পিক জিতে দলপতির দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন তিনি।

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, ২৮ মার্চ, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।