ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

মেসির প্রশংসায় নেইমার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩০ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৭
মেসির প্রশংসায় নেইমার মেসির প্রশংসায় নেইমার-ছবি:সংগৃহীত

বেশ কয়েক দিন ধরেই শোনা যাচ্ছিল বার্সেলোনার ভেতরে চলছে মেসি ও নেইমারের ঠান্ডা যুদ্ধ।ব্রিটিশ প্রচারমাধ্যমের মতে, মেসির উপর এতটাই রেগে আছেন নেইমার যে আগামী মরসুমে রেকর্ড অর্থে ম্যানচেস্টার ইউনাইটেডে সই করতে চলেছেন ব্রাজিলীয়ান তারকা।

কিন্তু সে সব জল্পনা উড়িয়ে নেইমার জানিয়ে দিলেন বার্সেলোনায় তার সাফল্যের পিছনে অন্যতম কারণ মেসি, ‘বার্সেলোনায় আমার প্রায় চার বছর হতে চলল। এই চার বছরে আমাকে অনেক সাহায্য করেছে মেসি।

বিশেষ করে শুরুর সে সব দিনে। প্রথম দিকে বার্সেলোনায় মানিয়ে নিতে অসুবিধা হচ্ছিল। কিন্তু মেসি আমার পাশে ছিল। ’ বলছেন নেইমার।

দু’টো লা লিগা। চ্যাম্পিয়ন্স লিগ। কোপা দেল রে ও ক্লাব বিশ্বকাপ। বার্সেলোনা জার্সিতে প্রতিটা ট্রফি জিতেছেন নেইমার। ব্রাজিলীয় তারকা জানিয়ে দিলেন প্রতিটা ম্যাচের আগে মেসির টিপস তাকে নিজের সেরাটা দিতে আরও উদ্বুদ্ধ করে, ‘পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী ফুটবলার আমাকে যখন বলে মাথা ঠান্ডা রেখে নিজের খেলাটা খেলতে তখন আপনাআপনি উদ্বুদ্ধ হয়ে যাই। ’ 

শুধু মেসি নয়। সুয়ারেজের প্রশংসায় পঞ্চমুখ নেইমার আরও বলেন, ‘সুয়ারেজও কোনও অংশে কম যায় না। ও বিশ্বের সেরা ফুটবলারদের মধ্যে একজন। ’

ফুটবল-সম্রাট পেলের মতে মেসি-রোনালদোর মতো একদিন ব্যালন ডি’অর জিতবেন নেইমার। তিনি বলেন, ‘গত দশ বছর ধরে ধারাবাহিক ভাবে নিজেদের সেরাটা দিয়ে যাচ্ছে মেসি আর রোনালদো। দু’জনকেই আমার খুব ভাল লাগে। এদের সঙ্গে নিজের তুলনা করতে চাই না। ’ সঙ্গে তিনি যোগ করেন, ‘আমি ভাগ্যবান মেসির সঙ্গে খেলতে পেরে। ওর থেকে অনেক কিছু শিখছি। আশা করছি আরও উন্নতি করব। ’

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, ২৯ মার্চ, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।