ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ব্রাজিলের কোচ হওয়াকে চ্যালেঞ্জিং ভাবছেন মরিনহো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০২ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৭
ব্রাজিলের কোচ হওয়াকে চ্যালেঞ্জিং ভাবছেন মরিনহো ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক কোচিং ক্যারিয়ারে চোখ রাখছেন ‘স্বঘোষিত স্পেশাল ওয়ান’ হোসে মরিনহো। ব্রাজিলের কোচ পদ উত্তেজনা এনে দেবে বলেই মনে করেন এ কিংবদন্তি পর্তুগিজ। একইসঙ্গে এ কাজের কঠিন দিকগুলো ব্যক্ত করেন তিনি।

ক্লাব ফুটবলে বিশ্বের অন্যতম সেরা কৌশলী কোচ হিসেবে বিবেচিত মরিনহো। পেয়েছেন প্রচুর সাফল্য।

ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার আগে পোর্তো, চেলসি, ইন্টার মিলান, রিয়াল মাদ্রিদের মতো বিশ্বমানের ক্লাবের দায়িত্ব সামলান।

অদূর ভবিষ্যতে কোনো আন্তর্জাতিক দলকে কোচিং করানোর বিষয়টি বিবেচনা করছেন মরিনহো। যদিও ওল্ড ট্রাফোর্ড ছাড়ার পর সহজ কোনো চাকরি চান বলে জানিয়েছেন। জোর দিয়েই বলছেন, ব্রাজিলের কোচ হওয়ার জন্য ফিট নন।

‘ইএসপিএন ব্রাজিল’কে দেওয়া সাক্ষাৎকারে মরিনহো বলেন, ‘আমি মনে করি, ম্যানইউর পর আমার একটি সহজ চাকরি দরকার। ব্রাজিল টিমকে কোচিং করানোটা আরো কঠিন। অবশ্যই এটা হবে উত্তেজনাপূর্ণ। যেকোনো কোচই সেরা দলের সঙ্গে কাজ করতে চান। ব্রাজিলিয়ান টিম অবশ্যই প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে সাফল্যের চূড়ায়। প্রজন্ম কোনো বিষয় না। এখানে বরাবরই প্রতিভাবানদের উপস্থিতি থাকে। ’

তিনি আরও জানান, ‘কিন্তু আমাকে স্বীকার করতে হবে, এটা বেশ কঠিন। এখানে প্রত্যেক ব্রাজিলিয়ান একজন কোচ, প্রত্যেক সাংবাদিক একজন কোচের চেয়েও ভালো কোচ। আমার মতে কাজ করার জন্য এটা অবশ্যই একটি কঠিন দেশ। ’

নতুন কোচ তিতের অধীনে উড়ছে ব্রাজিল। বাছাইপর্ব থেকে প্রথম দল হিসেবে ২০১৮ বিশ্বকাপের চূড়ান্ত পর্বে নাম লিখিয়েছেন পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

মরিনহো আরও বলেন, ‘স্থানীয়রাই ব্রাজিল দলের কোচ হন। বিদেশিরা কখনোই সেলেকাওদের দায়িত্বে আসতে পারেননি, ‘আমি স্বীকার করছি, ব্রাজিলিয়ান ন্যাশনাল টিম একজন ব্রাজিলিয়ান কোচের জন্য। ’

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ৩০ মার্চ, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।