ঘরের মাঠ অ্যানফিল্ডে এভারটনকে আতিথিয়েতা জানায় লিভারপুল। খেলার আট মিনিটেই সাইদু মানের গোলে এগিয়ে যায় তারা।
অপর খেলায় টানা আট ম্যাচে অপরাজিত থাকার পর ঘরের মাঠ স্ট্যামফোর্ট ব্রিজে ক্রিস্টালের বিপক্ষে হেরেছে চেলসি। ম্যাচের পাঁচ মিনিটে সেস ফেব্রেগাসের গোলে যদিও লিড নেয় ব্লুজরা। কিন্তু ৯ মিনিটে উইলফ্রেড জাহা ও দুই মিনিট পরেই ক্রিস্টিয়ান বেনতেকের গোলে হার নিশ্চিত হয় অ্যান্তোনিও কোন্তের শিষ্যদের।
ঘরের মাঠ ওল্ড ট্রাফোডে ওয়েস্ট ব্রুমকে আতিথিয়েতা দিয়েছিল ম্যানইউ। তবে চলতি মৌসুমে সমর্থকদের আরও একবার হতাশ করলো জ্লাতান ইব্রাহিমোভিচ ও পল পগবাকে ছাড়া মাঠে নামা দলটি। চলতি মৌসুমে এ নিয়ে ১১ ম্যাচে ড্র করলো দলটি। আর ঘরের মাঠে পরিসংখ্যান গিয়ে দাঁড়ালো আটে গিয়ে।
এদিকে চেলসি হারলেও ২৯ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষেই আছে। অপরদিকে টটেনহাম ২-০ গোলে বার্নলির বিপক্ষে জেতায় ব্যবধান কমিয়েছে। সমান ম্যাচে ৬২ পয়েন্ট তাদের। রয়েছে দ্বিতীয়স্থানে। ৩০ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে তৃতীয় লিভাপুল। আর ২৮ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে পাঁচে ম্যানইউ। চারে থাকা ম্যান সিটি ২৮ ম্যাচে ৫৭ পয়েন্ট সংগ্রহ করেছে।
বাংলাদেশ সময়: ০৯১৫ ঘণ্টা, ০২ এপ্রিল, ২০১৭
এমএমএস