ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

ইনজুরিতে মৌসুম শেষ ন্যুয়ারের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৮ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৭
ইনজুরিতে মৌসুম শেষ ন্যুয়ারের ইনজুরিতে মৌসুম শেষ ন্যুয়ারের-ছবি:সংগৃহীত

ইনজুরিতে পড়ে ২০১৬-১৭ মৌসুম থেকে ছিটকে গেছেন বায়ার্ন মিউনিখের গোলরক্ষক ম্যানুয়েল ন্যুয়ার। এমনটিই নিশ্চিত করেছেন ক্লাবটির প্রধান নির্বাহী কার্ল-হেইঞ্জ রুম্মেনিগ্গে। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলতে গিয়ে পায়ে চিড় ধরে ন্যুয়ারের।

রিয়ালের মাঠ সান্থিয়াগো বার্নাব্যুতে মঙ্গলবার রাতের ম্যাচটিতে ৪-২ গোলে হারে বায়ার্ন। আর দুই লেগ মিলিয়ে ৬-৩ অ্যাগ্রিগেটে হেরে ইউরোপিয়ান আসর থেকে বিদায় নেয় বাভারিয়ানরা।

ন্যুয়ারের ইনজুরি প্রসঙ্গে কার্ল-হেইঞ্জ বলেন, ‘ন্যুয়ার মারাত্মক ইনজুরিতে ভুগছে। তার সুস্থ হতে কমপক্ষে আট সপ্তাহ লাগবে। ’

এদিকে সদ্যই পায়ের সার্জারি সেরে দলে ফিরেছিলেন জার্মান জাতীয় দলের তারকা ন্যুয়ার। এসে কোয়ার্টারের দুই লেগ ও বুন্দেসলিগার তিনটি ম্যাচ খেলেছিলেন তিনি।

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, ১৯ এপ্রিল, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।