ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

রিয়ালের বিপক্ষে ‘এল ক্লাসিকো’তে রোনালদিনহো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৭ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৭
রিয়ালের বিপক্ষে ‘এল ক্লাসিকো’তে রোনালদিনহো রিয়ালের বিপক্ষে বার্সেলোনা লিজেন্ডস দলের হয়ে মাঠ মাতাবেন রোনালদিনহো/ছবি: সংগৃহীত

বার্সেলোনার জার্সিতে ‘এল ক্লাসিকো’তে ফিরছেন রোনালদিনহো! ঠিকই পড়েছেন। কোনো প্রতিযোগিতমূলক ম্যাচে নয়, বার্সা লিজেন্ডস দলের হয়ে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ লিজেন্ডদের বিপক্ষে মাঠ মাতাবেন ব্রাজিলিয়ান কিংবদন্তি।

লেবাননের রাজধানী বৈরুতে মুখোমুখি হবে দুই স্প্যানিশ জায়ান্টদের কিংবদন্তি দল। আগামী ২৮ এপ্রিল হাইভোল্টেজ ম্যাচটি মাঠে গড়াবে।

খেলোয়াড়ী জীবনে বার্সার জার্সি পরেই ফুটবল বিশ্ব মাতিয়েছেন ৩৭ বছর বয়সী রোনালদিনহো। নিজেকে নিয়ে গেছেন সর্বকালের সেরা মিডফিল্ডারদের কাতারে। ন্যু ক্যাম্পে থাকা অবস্থায় দু’বার ফিফা বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন (২০০৪ ও ২০০৫)। পাঁচ মৌসুমের (২০০৩-০৮) বার্সা ক্যারিয়ারে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ২০৭টি ম্যাচ খেলেন ২০০২ বিশ্বকাপ জয়ী। গোল করেন ৯৪টি।

বর্তমানে বার্সার শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন রোনালদিনহো। নিজেদের ব্র্যান্ডকে বিশ্বজুড়ে আরও ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই সাবেক কিংবদন্তিদের মাঠে নামানোর উদ্যোগ নিয়েছে কাতালানরা।

ক্লাবের জার্সি পরেছেন এমন অসংখ্য সাবেকদের প্রতি সম্মান জানাতে এমন কার্যক্রম হাতে নিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। বিশ্বব্যাপী বার্সার নাম ছড়িয়ে দেওয়ার পাশাপাশি এ প্রজেক্টের মাধ্যমে পেশাদার ফুটবল থেকে অবসর নেওয়া খেলোয়াড়রাও তাদের ক্যারিয়ারকে কাজে লাগাতে পারবেন।

এ উদ্যোগের অংশ হিসেবে বিশ্বের বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্লাবের সাবেক কিংবদন্তিদের বিপক্ষে খেলবেন বার্সার সাবেক গ্রেটরা। ইতোমধ্যেই ম্যানচেস্টার ইউনাইটেড লিজেন্ডদের বিপক্ষে দু’টি ম্যাচ খেলার বিষয়টি নিশ্চিত করেছে বার্সা। ন্যু ক্যাম্পে আগামী ৩০ জুন মুখোমুখি হবে তারা। ফিরতি পর্বের ম্যাচ ওল্ড ট্রাফোর্ডে ২ সেপ্টেম্বর।

বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, ২১ এপ্রিল, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।