ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ওয়ান্ডারার্সকে হারালো বাংলাদেশ বয়েজ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৯ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৭
ওয়ান্ডারার্সকে হারালো বাংলাদেশ বয়েজ ওয়ান্ডারার্সকে হারালো বাংলাদেশ বয়েজ

সাইফ পাওয়ারটেক ঢাকা মহানগরী সিনিয়র ডিভিশন ফুটবল লীগ-২০১৭ এর দিনের একমাত্র ম্যাচে মুখোমুখি হয় ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব ও বাংলাদেশ বয়েজ ক্লাব। ম্যাচে বাংলাদেশ বয়েজ ক্লাব ২-১ গোলে হারিয়েছে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবকে।

ম্যাচের শুরু থেকেই ছোট ছোট পাসের মাধ্যমে বল নিজেদের দখলে রাখে বাংলাদেশ বয়েজ ক্লাবের খেলোয়াড়রা। ম্যাচের ১৫তম মিনিটে দেলোয়ার-আরিফ-সাকিবের দারুণ চেষ্টা নষ্ট হয়ে যায়।

পাভেল-সাকিবের আরেকটি প্রচেষ্টাও নষ্ট হয়। ১৮ মিনিটের মাথায় পাভেল গোলমুখে শট নিলেও তা গোলবারের উপর দিয়ে চলে যায়।

প্রথমার্ধের ২১ মিনিটের মাথায় বয়েজ ক্লাবের ১৩ নম্বর জার্সিধারী মনিরুল ইসলাম অবৈধ ভাবে বাধা দেন ওয়ান্ডারার্স ক্লাবের ৬ নম্বর জার্সিধারী অধিনায়ক ইমরানকে। ডি-বক্সের কিছুটা বাইরে থেকে ফ্রি কিক নেন ওয়ান্ডারার্স ক্লাবের ৭ নম্বর জার্সিধারী গফুর। বল জালে জড়ালে ১-০ গোলে এগিয়ে যায় ওয়ান্ডারার্স।

প্রথমার্ধের যোগ করা অতিরিক্ত সময়ে আক্রমনে যায় বাংলাদেশ বয়েজ ক্লাব। ১০ নম্বর জার্সিধারী আরিফ গোল করে দলকে সমতায় ফেরান (১-১)।

দ্বিতীয়ার্ধে খেলা শুরুর ১০ মিনিটের মধ্যে ৩টি হলুদ কার্ড দেখেন বয়েজ ক্লাবের খেলোয়াড়রা। ডি-বক্সে বল হাতে লাগায় পেনাল্টির নির্দেশ দেন রেফারি। পেনাল্টি নেন ওয়ান্ডারার্স ক্লাবের ৭ নম্বর জার্সিধারী গফুর। তবে, পেনাল্টি শট রুখে দেন বয়েজ ক্লাবের গোলরক্ষক আদিল।

ম্যাচের শেষ দিকে ৮৫ মিনিটের মাথায় আক্রমণে যায় বাংলাদেশ বয়েজ, ফ্রি কিক নেন ৭ নম্বর জার্সিধারী রুবেল, বল পান আরিফ। দেরি না করেই জোরালো শট নেন তিনি। বল জালে জড়ালে ২-১ গোলে এগিয়ে যায় বাংলাদেশ বয়েজ। ম্যাচে ফিরতে পারেনি ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, ২১ এপ্রিল ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।