ঠিক কতজন মারা গেছেন সে ব্যাপারে এখনও কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি। নাইজেরিয়ার স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী এই ঘটনায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৩০ জন।
পুলিশ জানিয়েছে, নাইজেরিয়ার শহর কাবালাতে মোরিনহোর শিষ্যদের খেলা দেখতে স্থানীয় এক প্রেক্ষাগৃহে জড়ো হয়েছিলেন জনা পঞ্চাশেক সমর্থক। খেলা চলাকালীন স্থানীয় সময় রাত দশটা নাগাদ ওই প্রেক্ষাগৃহের ওপর দিয়ে যাওয়া একটি হাইটেনশন বিদ্যুতের তার ছিড়ে পড়লে গোটা প্রেক্ষাগৃহের সবাই বিদ্যুৎস্পৃষ্ট হন।
খবর পেয়েই ঘটনাস্থলে আসে পুলিশ ও দমকল কর্মীরা। আহতদের উদ্ধার করে তারাই হাসপাতালে নিয়ে যান। এই দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া এক ব্যক্তি জানিয়েছেন, ‘ঘটনার ঠিক এক মিনিট আগে পানির বোতল কিনতে বাইরে গিয়েছিলাম। ঈশ্বরকে ধন্যবাদ তিনি রক্ষা করেছেন। ’
বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, ২২ এপ্রিল, ২০১৭
এমএমএস