ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ফুটবল

ইতিহাস সেরা ফুটবলারকে সুয়ারেজের শুভেচ্ছা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৭ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৭
ইতিহাস সেরা ফুটবলারকে সুয়ারেজের শুভেচ্ছা ইতিহাস সেরা ফুটবলারকে সুয়ারেজের শুভেচ্ছা-ছবি:সংগৃহীত

এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাইলফলক স্পর্শ করার পর লিওনেল মেসিকে ‘ইতিহাসের সেরা ফুটবলার’ জানিয়ে শুভেচ্ছা দিয়েছেন তারই ক্লাব সতীর্থ লুইস সুয়ারেজ। ম্যাচের ইনজুরি সময়ের শেষ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করে বার্সেলোনাকে ৩-২ ব্যবধানে জেতান মেসি।

সান্থিয়াগো বার্নাব্যুতে এদিন বার্সেলোনার হয়ে ক্যারিয়ারের ৫০০তম গোল উদযাপন করেন মেসি। আর মেসির কল্যাণে এমন জয়ে লা লিগার শিরোপা লড়াইয়েও টিকে রইল লুইস এনরিক শিষ্যরা।

এদিন উরুগুইয়ান স্ট্রাইকার সুয়ারেজও মাঠে পুরো সময় খেলেছেন। আর ম্যাচ শেষে নিজের টুইটারে তিনি লেখেন, ‘দলটা অসাধারণ! সবার পারফরম্যান্সও দর্শনীয়। ’

মেসির সঙ্গে ড্রেসিং রুমে তোলা একটি ছবি পোস্ট করে তিনি আরও লেখেন, ‘ইতিহাসের সেরা ফুটবলারের সঙ্গে। শুভেচ্ছা আমার বন্ধু। ’

এ জয়ের ফলে পয়েন্ট টেবিলের শীর্ষে পৌঁছাল বার্সা। কাতালানদের পয়েন্ট ৭৫। তবে এক ম্যাচ কম খেলা রিয়ালেরও পয়েন্ট সমান ৭৫। গোল ব্যবধানে এগিয়ে মেসি-নেইমার-সুয়ারেজদের বার্সা।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, ২৪ এপ্রিল, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।