ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ফুটবল

নেইমারের বুনো উল্লাস (ভিডিও)

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৯ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৭
নেইমারের বুনো উল্লাস (ভিডিও) ছবি: সংগৃহীত

লা লিগায় সবশেষ এল ক্লাসিকোতে রিয়ালকে তাদের মাঠেই হারের লজ্জায় ডুবিয়েছে মেসি-নেইমার-সুয়ারেজদের বার্সেলোনা। তবে, নিষেধাজ্ঞার কারণে এই ম্যাচে মাঠে ছিলেন না নেইমার। মাঠে না থাকলেও নেইমারের বুনো উদযাপন থেমে থাকেনি।

রোমাঞ্চকর ম্যাচের অন্তিম মুহূর্তে নিজের দ্বিতীয় গোলে ৩-২ ব্যবধানের জয় নিশ্চিত করেন লিওনেল মেসি। এর মধ্য দিয়ে বার্সার জার্সিতে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৫০০তম গোলের মাইলফলক স্পর্শ করেন আর্জেন্টাইন আইকন।

আক্রমণভাগে মেসি-সুয়ারেজের সঙ্গী হয়ে না থাকলেও টেলিভিশনের সামনে ছিলেন ব্রাজিল তারকা নেইমার। রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে দলের গোলের পর বুনো উল্লাসে মেতে উঠেছিলেন নেইমার। রিয়াল-বার্সা ম্যাচ চলাকালীন সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে আসেন নেইমার।

লাইভে নেইমারকে বুনো উদযাপন করতে দেখা যায়। সেই ভিডিও এখন ভাইরাল হয়ে সর্বত্র ছড়িয়েছে।

মেসির রেকর্ডে এল ক্লাসিকো জয়ের পর লা লিগার শিরোপা স্বপ্ন এখনও বেঁচে রইল বার্সার। ৩৩ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেও পৌঁছে গেছে দলটি। রিয়াল অবশ্য এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে আছে।

ভিডিও:
বাংলাদেশ সময়: ১৩২৯ ঘণ্টা, ২৪ এপ্রিল ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।